0
0
Read Time:1 Minute, 21 Second
গতকাল রাত ৮টা ২০ নাগাদ জম্মু কাশ্মীরের কুলগাম জেলায় তিন বিজেপি কর্মীর গাড়িতে হামলা চালায় কয়েকজন অজ্ঞাত পরিচয়ের জঙ্গিরা । তিন বিজেপি কর্মীকে গুলি করে খুন করা হয় । কুলগাম জেলার কাজিগান্দ এলাকায় ঘটনাটি ঘটে। ওই সময় ওয়াইকে পোরা অঞ্চল দিয়ে ওই বিজেপি কর্মীদের গাড়ি যাচ্ছিল । তখনই হামলা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ । ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্তও শুরু করেছেন তাঁরা । ওই তিন বিজেপি কর্মীর নাম ফিদা হুসেন ইয়াট্টু, উমর রশিদ বেগ, উমর রামজান হাজম। এর মধ্যে ফিদা হুসেন বিজেপির জেলা যুব শাখার সাধারণ সম্পাদক। বাকি দুজন ছিলেন সক্রিয় বিজেপি কর্মী । ঘটনার পর তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।