তিলোত্তমার বুকে ট্রাম এক আলাদাই ঐতিহ্যবাহী যানবাহন। সেই ট্রামে যুক্ত করা হয়েছিল এসির সুবিধা। রাজ্য পরিবহণ নিগমের তরফ থেকে পূর্বেই তৈরি করা হয়েছিল ট্রাম মিউজিয়াম, ট্রাম রেস্তোরাঁ ইত্যাদি।এখন আবার এই ট্রামের মধ্যেই যোগ করা হচ্ছে ওয়াইফাই এর সুবিধা। দূর্গা পূজোর সময় থেকেই চালানো হয়েছিল ট্রাম গ্যালারি । এখানে নানান আর্ট কলেজের ছেলে মেয়েরা যাতে তাদের চিত্র সম্ভার কে উপস্থাপনা করতে পারেন, সে বিষয়ে নজর দেওয়া হয়েছে । ট্রামের মধ্যে বসে থাকা ৩০ জন মানুষ পাবেন এই ওয়াইফাই এর সুবিধা। এই ওয়াইফাই-এর নাম হবে- WBTC TRAM। পাসওয়ার্ড হবে- wbtc1234 । ১ এমবি পি এস করে স্পিড পাওয়া যাবে এই ওয়াইফাই এর।

প্রথমে এসিট্রামে এবং পরে ধীরে ধীরে নন এসিট্রামেও এই সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে । জানা গেছে, ‘আর্ট অন হুইলস’ দাঁড়িয়ে থাকবে এসপ্ল্যানেডের টায়ার পার্কের কাছে যে সংস্থা বা যে ব্যক্তি এই ট্রামটি কে নিজস্ব শৈল্পিক কাজের জন্য ভাড়া নেবেন তিনি স্বেচ্ছা মত এই ট্রাম্পকে উত্তর কলকাতা তে চালনা করতে পারেন এবং তার যাত্রা শেষ করতে পারেন গড়িয়াহাটে গিয়ে ।
তবে এই আর্ট গ্যালারি টি অর্থাৎ “আর্ট অন উইল” ট্রাম টি ভাড়া নিতে গেলে অবশ্যই প্রবেশাধিকার দিতে হবে সাধারণ মানুষদের। মাত্র 6 টাকা দিয়ে এই গ্যালারি পরিদর্শন করতে পারবেন সাধারন মানুষ। তবে যারা এই গ্যালারি ভাড়া নিতে চাইবেন, তাদেরকে দিনপ্রতি ছত্রিশ টাকা দিতে হবে এবং দুদিনের জন্য ভাড়া নিলে ভাড়া দিতে হবে পাঁচ হাজার টাকা, তিন দিনের জন্য ৮০০০ টাকা । পড়ুয়াদের ক্ষেত্রে ছাড় থাকছে ৫০%।