কলকাতায় আজ ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 43 Second

আজ ফের কলকাতায় বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। নির্বাচনের পর থেকেই ক্রমাগত বেলাগাম বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। করোনা সংক্রমনের মাঝেই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ অব্যাহত রেখে প্রায় প্রতিদিনই দাম বেড়ে চলেছে পেট্রোপণ্যের। আজ সকালে মহানগরীতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ৯৩ টাকা ২৭ পয়সা।আজ কলকাতায় পেট্রোলের দাম বাড়ল লিটারপ্রতি ১৬ পয়সা। আর ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৬ টাকা ৯১ পয়সা।লিটারপ্রতি ২৭ পয়সা বেড়েছে ডিজেলের দাম।

প্রসঙ্গত উল্লেখ্য কলকাতার পাশাপাশি আজ দিল্লি, মুম্বাই, চেন্নাইয়েও প্রায় একই হারে বেড়েছে পেট্রোপণ্যের দাম ।দিল্লিতে আজ পেট্রোলের দাম,৯৩ টাকা ২১ পয়সা। রাজধানীতে আজ ডিজেলের দাম, ৮৪ টাকা ৭ পয়সা । মুম্বাইয়ে আজ পেট্রোলের দাম ৯৯ টাকা ৪৯ পয়সা এবং ডিজেলের দাম ৯১ টাকা ৩০ পয়সা । চেন্নাই আজ পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৪ টাকা ৮৬ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৮৮টাকা ৯১ পয়সা।

প্রসঙ্গত উল্লেখ্য নির্বাচন কমিশনের তরফ থেকে ভারতের চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে ২০২১ বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশের পরই দুমাসের জন্য দাম বৃদ্ধি হতে দেখা যায়নি পেট্রোপণ্যের। তবে নির্বাচন মিটতে না মিটতেই ক্রমেই ঊর্ধ্বমুখী হতে থাকে পেট্রোপণ্যের দাম। মূলত আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম এবং দেশের বিভিন্ন রকমের শুল্কের কারণেই পেট্রোপণ্যের দাম ওঠানামা করে। যদিও ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যের তরফ থেকে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদ দেখানো হয়েছে তবে এক্ষেত্রে বিরোধীপক্ষের যথেষ্ট ভূমিকা একেবারেই দেখতে পাওয়া যাচ্ছেনা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অফিসেই টিকা পাবেন কর্মীর পরিবারের সদস্যরা, বড় ঘোষণা কেন্দ্রের । এম ভারত নিউজ

এবার করোনা মোকাবেলায় বেসরকারি সংস্থার কর্মীদের পরিবারের সদস্যদের টিকাকরণ নিয়ে বেসরকারি সংস্থা গুলির বড় উদ্যোগে সবুজ সঙ্কেত দিল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বেসরকারি সংস্থার কর্মীদের টিকাকরণ সম্পন্ন হলে ,তাঁদের পারিবারের সদস্যদের টিকাকরণের প্রয়োজনীয় ভূমিকা পালন করতে পারে বেসরকারি সংস্থা গুলি। শনিবার এই প্রস্তাবে ছাড়পত্র […]

Subscribe US Now

error: Content Protected