বাঁকুড়া বীরসা মুন্ডার মূর্তিতে অমিত শাহের মাল্যদান বিতর্কে দিলীপ ঘোষের দাবি, অমিত শাহ যখন মালা দিয়েছেন তখন আজ থেকে ওটাই বীরসা মুন্ডার মূর্তি। শনিবার সাংবাদিক বৈঠকে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বীরসা মুন্ডাকে অপমান করার অভিযোগ তোলেন তিনি। দিলীপের দাবি, ‘তৃণমূলের লোকেরা বলছে নাকি শিকারির মূর্তি। বনবাসীরা তো শিকারিই হন। বিরসা মুন্ডাকে ওরা শিকারি হিসাবে দেখেন না কি একজন মহাপুরুষ ও স্বাধীনতা সংগ্রামী হিসাবে দেখেন’? সেইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে আদিবাসী সমাজকে অপমানেরও অভিযোগ তোলেন।

প্রসঙ্গত বৃহস্পতিবার অমিত শাহের বাঁকুড়ার পুয়ামোড়ে বীরসা মুন্ডার মূর্তিতে পুষ্পার্ঘ দান প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন,‘বাংলার সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি জানেন না শাহরা। তাই চমক দিতে গিয়ে ভুল করে ফেলেছেন তাঁরা।’ পাশাপাশি তৃণমূল-সহ বেশ কয়েকটি আদিবাসী সংগঠনের দাবি মূর্তিটি বিরসা মুন্ডার নয়। এদিন তারই উত্তর দেন বিজেপির রাজ্য সভাপতি।