লকডাউন নিয়ে কী ভাবছে সরকার, জানালেন নির্মলা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 58 Second

গত বছর লকডাউনের জেরে সাধারণ মানুষকে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।দেশজুড়ে লকডাউনে কাজ হারিয়েছেন বহু মানুষ। এহেন পরিস্থিতিতে দেশের আর্থিক অবস্থাও শোচনীয় হয়েছে। গত বছরের ন্যায় ফের করোনার প্রকোপ বাড়ছে গোটা দেশে। ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ বেশ কয়েকটি রাজ্যে প্রভাব ফেলেছে| তাই প্রভাবিত রাজ্যগুলির সরকার সংক্রমণের হার রোধে লকডাউনের পথে হাঁটছে। সাধারণ খেটে খাওয়া মানুষের মনে অনেক প্রশ্নই জাগছে,আবারও একবার কি দেশজুড়ে লকডাউন হতে পারে!

দেশজুড়ে লকডাউনের ব্যাপারে সরকার কী ভাবছে! কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন জানালেন, “সরকারের দেশজুড়ে লকডাউনের কোনও পরিকল্পনা নেই। তবে ছোট ছোট কনটেনমেন্ট জোন করে লকডাউনের সম্ভাবনা রয়েছে। গত ১২ দিনে সংক্রমণের হার প্রায় দ্বিগুণ হয়েছে। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্যে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেতে পারেন।” ফেডারেশন অফ ইন্ডিয়ান মাইক্রো অ্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজসের সভাপতি অনিমেশ সাক্সেনা জানিয়েছেন, “অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সবরকম পরিস্থিতির জন্য তাঁদের প্রস্তুত থাকতে বলেছেন। আরও একবার দেশজুড়ে করোনার বাড়াবাড়ি দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ প্রতিটি রাজ্য প্রশাসনের সঙ্গে লাগাতার যোগাযোগ রক্ষা করছেন।কেন্দ্র প্রতিটি রাজ্যে করোনা পরিস্থতির উপর নজর রাখছে ।এমন আশঙ্কাজনক পরিস্থিতিতে প্রতিটি রাজ্যকে সবরকম সহযোগিতা করবে কেন্দ্র। অক্সিজেন সরবরাহ, ওষুধ ও ভ্যাকসিনের জোগান নিয়েও কেন্দ্র সবরকম সহায়তা করতে প্রস্তুত।”

গত সপ্তাহে নির্মলা সীতারমন জানিয়েছিলেন,“ করোনা আক্রান্ত রোগীদের আইসোলেশন, কোয়ারেন্টাইনের ব্যবস্থার মাধ্যমে করোনার দ্বিতীয় ঢেউ সামাল দেওয়া যেতে পারে। একইসঙ্গে টেস্ট, ট্র্যাকিং, টিকাকরণের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া যায়।”
অন্যদিকে সরকারের থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগের ভাইস-চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছিলেন, “আরও একবার দেশের অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হলে কেন্দ্রের তরফে আর্থিক প্যাকেজ প্রদানের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হতে পারে। এর আগে ২০২০ সালে ২০.৯৭ লক্ষ কোটি টাকা আর্থিক অনুদান ঘোষণা করেছিল কেন্দ্র।ভারতের অর্থনীতি লকডাউন পর্ব কাটিয়ে সবেমাত্র উন্নতির পথ ধরেছে।ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশজুড়ে। ফলে আরও একবার ভারতীয় অর্থনীতি বিপদের মুখে পড়তে পারে বলে মনে করছেন অনেকেই|”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সংক্রমণ ঠেকাতে কাল থেকেই রাজ্যের সমস্ত স্কুল বন্ধের নির্দেশ সরকারের । এম ভারত নিউজ

দেশজুড়ে করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে, বেশ কয়েকটি রাজ্যের অবস্থাও আশঙ্কাজনক|করোনার দ্বিতীয় ঢেউ  ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এমতবস্থায় রাজ্য সরকার আবার সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল। মঙ্গলবার অর্থাৎ কাল থেকেই রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়া হচ্ছে। সূত্রের খবর, অনির্দিষ্টকালের জন্য এই ছুটি দেওয়া হল।  সোমবার বিকেলে এ সংক্রান্ত […]

You May Like

Subscribe US Now

error: Content Protected