বিমানবন্দরের আদলে সাজছে কলকাতা স্টেশন । কলকাতা স্টেশনে তৈরি হচ্ছে নয়া লাউঞ্জ। বাংলাদেশ যাওয়ার জন্যে বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস ছাড়ে এখান থেকে অতএব কলকাতা স্টেশন এখন আন্তর্জাতিক স্টেশন। এছাড়া উত্তরবঙ্গ ও উত্তর ভারত যাওয়ার একাধিক ট্রেন এখানে থেকে যাতায়াত করে। দুরপাল্লার যাত্রীদের জন্য থাকার ভালো হোটেল নেই। ফলে বিশ্রাম নেওয়ার জন্যে তাদের বেশ অসুবিধা হয়। সেই অসুবিধা কাটাতেই তৈরি হচ্ছে নয়া লাউঞ্জ। যার নাম দেওয়া হয়েছে ‘সফর’। লাউঞ্জে থাকছে মোট ৯টি বেড, ৭টি রিক্লাইনার চেয়ার যেখানে সুবিধা মতো শোয়া-বসা যাবে । থাকছে মহিলা ও পুরুষদের জন্যে স্নানের আলাদা আলাদা ব্যবস্থা । থাকছে বেবি ফিডিং রুম । থাকছে বাচ্চাদের জন্যে গেমিং জোন ও বড়দের জন্যে লাইব্রেরি । সমস্তটাই এয়ার কন্ডিশনড । থাকছে ফিস স্পা, থাকছে সেলুন, থাকছে ম্যাসাজ চেয়ার, বদলাচ্ছে স্টেশনের ফুড কোর্টও ।
স্টেশন এবার এয়ারপোর্ট
বিমানবন্দরের আদলে সাজছে কলকাতা স্টেশন । কলকাতা স্টেশনে তৈরি হচ্ছে নয়া লাউঞ্জ। বাংলাদেশ যাওয়ার জন্যে বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস ছাড়ে এখান থেকে অতএব কলকাতা স্টেশন এখন আন্তর্জাতিক স্টেশন। এছাড়া উত্তরবঙ্গ ও উত্তর ভারত যাওয়ার একাধিক ট্রেন এখানে থেকে যাতায়াত করে। দুরপাল্লার যাত্রীদের জন্য থাকার ভালো হোটেল নেই। ফলে বিশ্রাম নেওয়ার জন্যে তাদের বেশ অসুবিধা হয়। সেই অসুবিধা কাটাতেই তৈরি হচ্ছে নয়া লাউঞ্জ। যার নাম দেওয়া হয়েছে ‘সফর’। লাউঞ্জে থাকছে মোট ৯টি বেড, ৭টি রিক্লাইনার চেয়ার যেখানে সুবিধা মতো শোয়া-বসা যাবে । থাকছে মহিলা ও পুরুষদের জন্যে স্নানের আলাদা আলাদা ব্যবস্থা । থাকছে বেবি ফিডিং রুম । থাকছে বাচ্চাদের জন্যে গেমিং জোন ও বড়দের জন্যে লাইব্রেরি । সমস্তটাই এয়ার কন্ডিশনড । থাকছে ফিস স্পা, থাকছে সেলুন, থাকছে ম্যাসাজ চেয়ার, বদলাচ্ছে স্টেশনের ফুড কোর্টও ।