0
0
Read Time:56 Second
মহাকাশের সফর শেষে পৃথিবীতে এসে পৌঁছলেন আমেরিকার দুই মহাকাশচারি ৷ ফ্লোরিডার উপকূলের মেক্সিকো উপসাগরে প্যারাশ্যুট নিয়ে সেফ ল্যান্ডিং করেন তাঁরা ৷ আন্তর্জাতিক স্পেস স্টেশনের সফর শেষে ডগ হার্লে এবং বব বেহনকেন দুই মহাকাশচারি SpaceX Dragon Capsule-এ করে ফেরেন ৷ এই প্রথম কোন বেসরকারি স্পেস মিশনে গিয়েছিলেন তাঁরা ৷ তাঁদের দু’জনকে উদ্ধার করার জন্য সমুদ্রে প্রস্তুত ছিল একটি বোট ৷ জলের মধ্যে প্যারাশ্যুট পড়তেই তাঁদের সঙ্গে সঙ্গেই উদ্ধার করা হয় ৷ ট্যুইট করে শুভকামনা জানিয়েছেন ট্রাম্প ।