বিধানসভা ভোট যত এগোচ্ছে ততই তৃণমূলে রক্তক্ষরণের পরিমাণ বাড়ছে। বুধবার সদর হাওড়ার ডোমজুড় বিধানসভা ২ মণ্ডলের উদ্যোগে জগদীশপুরে আর নয় অন্যায়
কর্মসূচির সর্মথনে পথসভার আয়োজন করা হয়। সেখানেই তৃণমূল ছেড়ে কয়েকশো কর্মী বিজেপিতে যোগদান করেন।
এদিন নবাগতদের হাতে পদ্ম পতাকা তুলে দেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর হাওড়া জেলা সভাপতি সুরজিৎ সাহা,জেলা যুবমোর্চার সভাপতি ওম সিং সহ অন্যান্যরা।
বারবারই বিজেপির নেতারা দাবি করছেন ভোটের আগে বিপুল সংখ্যক তৃণমূল নেতা থেকে কর্মী বিজেপিতে ভিড়বেন। সেই মত প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জেলা থেকে কখনও জেলাস্তর আবার কখনও ব্লকস্তর থেকে বিজেপিতে যোগ দিচ্ছেন কর্মীরা। একইসঙ্গে তৃণমূলের নীচুতলার কর্মীরাও দল ছাড়ছেন। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগেই যেভাবে ভাঙন বাড়ছে তাতে করে রাজ্যে গেরুয়া ঝড় রুখতে বেশ বেগ পেতে হবে। অন্যদিকে, তৃণমূলের ভাঙনে বিজেপির মনোবল বৃদ্ধি পাচ্ছে।