অযোধ্যা পাহাড়ে “মিশন নির্মল বাংলা” প্রকল্পের কর্মসূচী । এম ভারত নিউজ

Mbharatuser

আজ বিশ্ব শৌচালয় দিবস। এই বিশ্ব শৌচালয় দিবস উপলক্ষে শুক্রবার পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে অযোধ্যা পাহাড়ে ” মিশন নির্মল বাংলা ” প্রকল্পের একটি বিশেষ কর্মসূচীর আয়োজিত হলো । অযোধ্যা পাহাড়ের অন্তর্গত ময়ূর পাহাড় থেকে অযোধ্যা হিল টপ পর্যন্ত একটি সচেতনতামূলক র‌্যালির আয়োজন হয়।

0 0
Read Time:2 Minute, 55 Second

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া :- আজ বিশ্ব শৌচালয় দিবস। এই বিশ্ব শৌচালয় দিবস উপলক্ষে শুক্রবার পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে অযোধ্যা পাহাড়ে ” মিশন নির্মল বাংলা ” প্রকল্পের একটি বিশেষ কর্মসূচীর আয়োজিত হলো । অযোধ্যা পাহাড়ের অন্তর্গত ময়ূর পাহাড় থেকে অযোধ্যা হিল টপ পর্যন্ত একটি সচেতনতামূলক র‌্যালির আয়োজন হয়। র‌্যালি শেষে অযোধ্যা হিলটপ গ্রাউন্ডে বীর বীরসা মুন্ডা, সিধু, কানহু, পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রতিকৃতিতে মাল্যদান করে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে ” নির্মল বাংলা ” প্রকল্প অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পাশাপাশি নির্মল বাংলা গড়ে তোলার লক্ষ্যে শপথ বাক্য পাঠ করা হয়। অযোধ্যা পাহাড়কে পরিষ্কার পরিচ্ছন্ন করতে এবং এলাকায় শৌচালয় ব্যবহার করার অনুরোধ করা হয় জেলা প্রশাসনের তরফে।

জেলা প্রশাসনের তরফে জানানো হয় যে, বর্তমানে অযোধ্যা পাহাড়ে প্রচুর পর্যটক আসতে শুরু করেছে তারা যাতে পিকনিক স্পট গুলিতে অপরিচ্ছন্ন না হয় এবং লজ ও হোটেল গুলি ভালোভাবে পরিষ্কার করে স্যানিটাইজাশনের বিষয়গুলিকেও লক্ষ্য রাখতে বলা হয়। পাশাপাশি এলাকাকে নির্মল করে তুলতে ডাস্টবিন তুলে দেন অযোধ্যা পাহাড়ের স্বনির্ভর দলের মহিলাদের হাতে । অনুষ্ঠানে একটি সচেতনতার পথ নাটক ও বাউল সংগীতের মাধ্যমে অনুষ্ঠান চলতে থাকে। সর্বশেষে জেলা প্রশাসন বনাম অযোধ্যা একাদশ একটি ক্রিকেট খেলার আয়োজন হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী সন্ধ্যারানী টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুশান্ত মাহাতো, জেলা শাসক রাহুল মজুমদার, পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভা মুরুগণ, জেলা পরিষদের শিক্ষা, সংস্কৃতি ও স্বাস্থ্য কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু, বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, বাগমুন্ডি ব্লকের বিডিও দেবরাজ ঘোষ সহ জেলা প্রশাসনের অন্যান্য অধিকারীকগণ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আগামী সপ্তাহেই বঙ্গে বৃষ্টিপাতের ইঙ্গিত । এম ভারত নিউজ

কেটে গিয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। শহর জুড়ে ছড়িয়েছে নরম রোদ। হালকা হালকা অনুভূত হচ্ছে শীতের আমেজও। তবে রাজ্যে এখনও শীত পুরোপুরি প্রবেশ করেনি । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জাঁকিয়ে শীত আসতে এখনও ডিসেম্বর।

Subscribe US Now

error: Content Protected