রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 56 Second

করোনা সংক্রমণে জেরে বিধ্বস্ত গোটা দেশের সংক্রমণের নিরিখে বেশ কিছুটা এগিয়ে থাকা রাজ্যের তালিকায় নাম লিখিয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্য বেলাগাম করোনা সংক্রমণ। প্রায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা পাশাপাশি তাল মিলিয়ে বেড়ে চলেছে মৃতের সংখ্যা । ওদিকে প্রায় প্রতিদিনই অক্সিজেন এবং বেডের অভাবে প্রাণ হারাচ্ছেন রোগীরা।

এরইমধ্যে সংক্রমণের নিরিখে রাজ্যের বেশ কয়েকটি জেলা প্রতিদিনই একে অপরকে ছাপিয়ে যাচ্ছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পেশ করা বুলেটিন অনুসারে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমনের নিরিখে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১১৮ জন। উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৩৭ জন।

প্রসঙ্গত উল্লেখ্য সংক্রমণে নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। কলকাতায় কত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৬১ জন। করোনা সংক্রমণে কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩৬ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৯,০৯১ জন। এখনো পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, ১৩,৮৯৫। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন, ১১, ৯০,৮৬৭ জন।করোনামুক্ত হয়েছেন ১৮,৯১০জন।এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ১০,৬৪,৫৫৩ জন। আজকের হিসেবে রাজ্যে সুস্থতার হার ৮৭.৯৮ শতাংশ।

রাজ্যে করোনা সংক্রমনের প্রসঙ্গে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জানিয়েছেন, “রাজ্যে এখনও করোনা চিকিৎসার জন্য ভ্যাকসিন ও অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে না। কেন্দ্রের হাতে রয়েছে ভ্যাকসিন, অক্সিজেন, করোনার ওষুধ দেওয়ার দায়িত্ব। কেন্দ্রের কাছে এসব রাজ্যের জন্য চেয়েও পাওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন করোনা সংক্রমণ থেকে মুক্তির পথ দেখতে না পেরে মুখ লুকোচ্ছেন।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

একই দিনে জোড়া অগ্নিকান্ড শহরে । এম ভারত নিউজ

একই দিনে কলকায়া জোড়া অগ্নিকান্ড । ফের ভয়াবহ আগুন লাগল মহানগরীর বুকে, আজ রাত্রি নটা নাগাদ আগুন লাগে বিবাদীবাগের ইয়ুথ ওয়েলফেয়ার বিল্ডিংয়ে। আজ দুপুরে পার্কস্ট্রিটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর , এবার ৩২ নং বিবাদী বাগ ইয়ুথ ওয়েলফেয়ার বিল্ডিংয়ে আগুন লাগার খবর সামনে আসে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ৭টি দমকল ইঞ্জিন। যুদ্ধকালীন […]

Subscribe US Now

error: Content Protected