আগামী সপ্তাহেই বঙ্গে বৃষ্টিপাতের ইঙ্গিত । এম ভারত নিউজ

Mbharatuser

কেটে গিয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। শহর জুড়ে ছড়িয়েছে নরম রোদ। হালকা হালকা অনুভূত হচ্ছে শীতের আমেজও। তবে রাজ্যে এখনও শীত পুরোপুরি প্রবেশ করেনি । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জাঁকিয়ে শীত আসতে এখনও ডিসেম্বর।

0 0
Read Time:1 Minute, 30 Second

কেটে গিয়েছে নিম্নচাপের ভ্রুকুটি। শহর জুড়ে ছড়িয়েছে নরম রোদ। হালকা হালকা অনুভূত হচ্ছে শীতের আমেজও। তবে রাজ্যে এখনও শীত পুরোপুরি প্রবেশ করেনি । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জাঁকিয়ে শীত আসতে এখনও ডিসেম্বর। তবে সপ্তাহের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে, বঙ্গ জুড়ে আগামী চার থেকে পাঁচদিন শীতশীত ভাব অনুভূত হবে । তবে রবিবারের পর থেকেই ধীরে ধীরে আবহাওয়া বদলাতে শুরু করবে। আগামী দুই থেকে তিনদিন আকাশ পরিষ্কার থাকলেও ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার থেকেই । এমনকি তাপমাত্রাও বাড়তে শুরু করবে রবিবারের পর থেকে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৩ নভেম্বর থেকে হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে। পাহাড়ে দার্জিলিঙ, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভাঙল মূর্তির হাত ! পুরোহিত ছুটলেন হাসপাতালে । এম ভারত নিউজ

আর তারপরেই হাসপাতালে পৌঁছে সেখানে উপস্থিত চিকিৎসকদের তিনি কাতর অনুরোধ করেন গোপালের হাত ব্যান্ডেজ করে দেওয়ার জন্য।

You May Like

Subscribe US Now

error: Content Protected