Read Time:1 Minute, 4 Second
ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের দ্বিতীয় দিনে এবছরের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে জো বিডেনকেই প্রার্থী হিসেবে ঘোষণা করল ডেমোক্রেটিক পার্টি । নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে এখনও বাকি ৭৭ দিন । আগে থেকেই একটা ধারণা করা হয়েছিল বিডেনের নাম নিয়ে সেই মত খানিক প্রচারও শুরু করেছিলেন তিনি । এবার ডেমোক্রেটিক পার্টির তরফে শিলমোহর লাগল এই নামের ওপর । বিডেনের অভিজ্ঞতা ও এনার্জির কথা মাথায় রেখেই তাঁকে প্রার্থী হিসেবে বাছা হয়েছে বলে জানান বিশিষ্ট নেতারা । বিডেনের রাজনৈতিক জীবনে এটি একটি মাইলস্টোন । একথা নিজেই ট্যুইট করে জানান বিডেন ।
