0
0
Read Time:1 Minute, 19 Second
কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের উৎসব বোনাস দেবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবারই বোনাসের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। ‘প্রোডাক্টিভিটি’ ও ‘নন প্রোডাক্টিভিটি’ বোনাসের সুবিধা পাবেন প্রায় ৩০ লক্ষ নন গেজেটেড কেন্দ্রীয় সরকারি কর্মী। যার জন্য সরকারের খরচ হবে ৩ হাজার ৭৩৭ কোটি টাকা।
এক দফায় বিজয়া দশমীর আগেই বোনাসের টাকা হাতে পাবেন কর্মীরা। এর মধ্যে রয়েছে রেল, ব্যাঙ্ক, পোস্ট অফিস, ইপিএফও, ইএসআই-এর মতো সংস্থার কর্মীরা। এই শ্রেণির কর্মীদের বোনাস দিতে সরকারের হিসেবে খরচ হবে ২ হাজার ৭৯১ কোটি টাকা। সাধারণ প্রাশাসন-সহ অন্যান্য ক্ষেত্রের বাকি ১৩ লাখ নন গেজেটেড কর্মীদের জন্য রাজকোষ থেকে সরকারকে দিতে হবে ৯৪৬ কোটি টাকা।