Read Time:1 Minute, 11 Second

কৃষি বিল নিয়ে বিক্ষোব চলছে শুরু থেকেই । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পাশ হওয়া তিনটি কৃষি বিলে সই করার পরেই দেশজুড়ে কৃষকদের বিক্ষোভ আরও বাড়ে । সোমবার সকালে বিক্ষোভ দেখা গেল ইন্ডিয়া গেটের সামনে । সেখানেপুরনো একটি ট্রাক্টর জ্বালিয়ে দেওয়া হয় । পাশাপাশি চলে ধর্নাও । কারা এই কাজ করেছেন তা ক্ষতিয়ে দেখছে পুলিশ । আরেকদিকে বনধের ডাক দেওয়া হয়েছে কর্নাটকে। একই ভাবে আজ অনশনে বসতে চলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। পাঞ্জাবের কৃষকরা গত সপ্তাহ থেকেই রেল রোকো কর্মসূচি নিয়েছে । যার ফলে প্রয়োজনীয় সামগ্রীর রফতানিতে সমস্যা হচ্ছে । গতকাল রবিবার অমৃতসর- দিল্লি রেললাইনে বসে বিক্ষোভ দেখান কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সদস্যরা ।
