নিখরচায় অনলাইন কোর্স করাতে চলেছে ইসরো । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 45 Second

শিক্ষার্থীদের টেকনোলজিতে উন্নত করতে নয়া পদক্ষেপ নিল ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো জানিয়েছে দূরবর্তী সংবেদনশীল প্রযুক্তির উপর একটি অনলাইন কোর্সের জন্য সমস্ত স্কুলের ছাত্র ছাত্রীদের আহ্বান জানিয়েছে ইসরো। সম্পূর্ণ নিখরচায় সম্পন্ন হবে এই কোর্সটি। দূরবর্তী সংবেদনশীল প্রযুক্তির ব্যবহারযোগ্যতা এবং পরিবেশ বিদ্যার জিআইএস সম্পর্কিত একটি পাঁচ দিনের কোর্স করানো হবে।

Free online courses provide by ISRO

সরকারী বিজ্ঞপ্তি অনুসারে,এই কোর্সের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে দূরবর্তী সংবেদনশীল প্রযুক্তি এবং গ্রহ পৃথিবী এবং এর পরিবেশের অধ্যয়নের জন্য দূরবর্তী সংবেদনশীল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানো। স্যাটেলাইট ডেটা এবং ইমেজ প্রসেসিং ব্যবহার করে শিক্ষার্থীদের পরিবেশের জটিলতা বুঝতে সহায়তা করাও এই কোর্সের অন্যতম লক্ষ্য।

জানার বিষয় গুলি হল :

১) কোর্সটি ১০, ১১ এবং ১২ শ্রেণীতে পাঠরত ভারতীয় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

২) পাঁচ দিনের কোর্সটি ২৬ জুলাই – ৩০ জুলাই ২০২১ এর মধ্যে অনুষ্ঠিত হবে।

৩) বক্তৃতাগুলি আইআইআরএসের ইউটিউব চ্যানেলে সরাসরি প্রদর্শিত হবে।

৪) প্রতিদিন ৪৫ মিনিটের জন্য দুটি অনলাইন বক্তৃতা থাকবে। একটি সকাল ১০ টায় অন্যটি দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে।

৫) অংশগ্রহণকারীরা চ্যাট বাক্সে প্রশ্ন উত্থাপন করে তাঁদের প্রশ্নের উত্তর পেতে পারেন। এই বক্তৃতা পোস্ট করার ৫ মিনিটের মধ্যেই উত্তর গুলি দেওয়া হবে।

৬) শিক্ষার্থীদেরও লেকচারের ভিত্তিতে প্রতিদিন একটি কুইজে অংশগ্রহণ করতে হবে।

৭) যদি কোনও শিক্ষার্থী লাইভ সেশনটি মিস করে তবে তাঁরা আইআইআরএস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) পোর্টালে আপলোড করা একটি রেকর্ড করা সংস্করণ অ্যাক্সেস করতে পারেন। এটি প্রতিদিন বেলা তিনটায় আপডেট করা হবে।

আবেদনের পদ্ধতি :

প্রথম ধাপ: কোর্সের ওয়েবসাইটটি খুলে তার মধ্যে কোর্সের গাইডলাইন পড়ুন।

দ্বিতীয় ধাপ: প্রয়োজনীয় তথ্য প্রবেশ করিয়ে নিজেকে ছাত্র হিসেবে রেজিস্টার করুন।

তৃতীয় ধাপ: নিজের ছবি জেপিজে অথবা পিএনজি ফরম্যাটে আপলোড করুন। আবেদনপত্রটি জমা দিন।

চতুর্থ ধাপ: আবেদনপত্র জমা দেওয়ার পরে, আপনার দেওয়া সংশ্লিষ্ট ইমেইল আইডিতে কোর্সটি লগইন করার জন্য প্রয়োজনীয় শংসাপত্র গুলি পাবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, আপনার ৫ দিনের এই কোর্স সম্পন্ন হলে সে বিষয়ে আপনার মন্তব্য জানাতে হবে, এবং ২০২১ সালের ৫ ই আগস্টের মধ্যে নিজের শংসাপত্র গ্রহণ করতে হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ডিজিটাল ভারতকে এক অনন্য সিদ্ধান্তের মর্যাদা দিলেন মোদি । এম ভারত নিউজ

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ডিজিটাল ভারত হল দেশের সর্বতম শক্তিশালী স্লোগান। আজ সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দিক্সা প্রকল্পের সুবিধা ভোগীদের সঙ্গে কথোপকথনের সময়ে এই কথা জানান। ডিজিটাল ভারত প্রকল্পের ৬ বছর পূর্তিতে আজ এই প্রকল্পের আওতাভুক্ত মানুষের সঙ্গে একটি কথোপকথনের ব্যবস্থা করা হয়েছিল । ২০১৫ সালের পয়লা জুলাই সর্বপ্রথম ডিজিটাল ইন্ডিয়া […]
national_11

Subscribe US Now

error: Content Protected