0
0
Read Time:1 Minute, 24 Second
১৫ দিনের জন্য ৯ সংবাদকর্মীকে নিষিদ্ধ করল ইন্ডিগো এয়ারলাইনস। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৯ সেপ্টেম্বর কঙ্গনা রানাওয়াত ইন্ডিগোর 6E-264 বিমানে চেপে চণ্ডীগড় থেকে মুম্বই আসার সময় করোনাবিধি অর্থাৎ সামাজিক দূরত্ববিধি সহ বিমানের একাধিক নিময় ভাঙেন অভিযুক্ত ৯ জন সাংবাদিক। করোনার জেরে অন্যান্য উড়ানে একাধিক মানা হলেও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এলেন সেই বিমানে কোনও কোনওরকম করোনাবিধি মানা হয়নি।
খবর প্রকাশ্যে আসার পরেই বিমান সংস্থা ইন্ডিগোকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল বিমান নিয়ন্ত্রক সংস্থা, ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। বিমানে যদিও কোনও সাংবাদিকের সঙ্গে কোনওরকম কথা বার্তা বলেননি কঙ্গনা রানাওয়াত। বিমানকর্মীদের দাবি, বারংবার কোভিড সতর্কতার কথা সাংবাদিকদের বলা হলেও তাতে কেউ কর্ণপাত করেননি।