0
0
Read Time:1 Minute, 23 Second
হিজাব বিতর্কে তুলকালাম কর্ণাটকে । হাই কোর্টে মামলা চলাকালীনই বিভিন্ন জেলায় বিক্ষোভ, লাঠিচার্জ থেকে শুরু করে নানা রকম অশান্তি চলছে । আর এই পরিস্থিতি সামাল দিতেই ঐ রাজ্যের বেশ কয়েকটি জেলায়১৪৪ ধারা জারি করা হয়েছে । এছাড়াও আগামী ৩ দিন স্কুল-কলেজ বন্ধ রাখারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।
উল্লেখ্য, গত মাসে উদিপি জেলায় এক সরকারি কলেজে ৬ মুসিলম ছাত্রী অভিযোগ করেন হিজাব পরে তাদের ক্লাসে ঢুকতে নিষেধ করা হয়েছে। ওই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদিপি ও অন্যান্য জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এনিয়ে মামালাও হয় হাইকোর্টে। পাশাপাশি, আসরে নেমে পড়ে গেরুয়া ব্রিগেড। কিছু পড়ুয়া গেরুয়া স্কার্ফ পরে কলেজে আসতে শুরু করে । মামলা চললেও এই বিক্ষোভ অন্য মাত্রা নেওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী বলেই জানা যাচ্ছে ।