আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়া আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হলদিয়ার হেলিপ্যাড ময়দানে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার হলদিয়ায় এসে হেলিপ্যাড মাঠে সেই সভাস্থল ঘুরে দেখলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরিদর্শন শেষে ওই অনুষ্ঠানটিকে একটি জনসভার আকারে রূপ দিতে নির্দেশ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন তাঁর সঙ্গে ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, হলদিয়ার বিজেপি নেত্রী তাপসী মণ্ডল সহ জেলা নেতৃত্ব।
এদিন মন্ত্রী সভাস্থলে গিয়ে বিভিন্ন তেল সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তারপরই জনসভা করার নির্দেশ দেন। হলদিয়া বন্দরের অন্তর্গত হলদিয়া হেলিপ্যাড ময়দানে মোট সাড়ে ৬ একর জায়গা জুড়ে হবে এই সভা। ওইদিনের সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকার কথা রাজ্যপাল জগদীপ ধনকড়েরও। আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।