বাহ্যিক আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে ভারত : প্রতিরক্ষা মন্ত্রী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 30 Second

অরুণাচল প্রদেশের পাপুমের নিকটবর্তী জেলা কিমিনে একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন , বিশ্ব শান্তির উপাসক ভারত। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে ভারত কখনও কোনও দেশকে আক্রমণ করেনি। তবে বাহ্যিক আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার জন্য সর্বদা তৈরি। মূলত ভারতের বর্তমান পরিস্থিতিতে চীন এবং ভারতের মধ্যবর্তী সীমান্ত সমস্যার কারণে আরও একবার পরোক্ষভাবে চীনকে হুঁশিয়ারি দিতেই এই বক্তব্য রাখেন তিনি।

তাছাড়াও তিনি এই দিন কৌশলগত সীমান্ত সড়ক সংস্থার প্রকল্প সমর্পণ করার একটি কর্মসূচিতে, ভারতের সঙ্গে উত্তর পূর্বপার্শ্বে সীমান্ত সংযোগ আছে এমন দেশ গুলির নাম উল্লেখ করার সময় চীনের নাম উল্লেখ করা থেকে নিজেকে বিরত রাখেন। গত এক বছর ধরে করোনা মহামারীর সময় কাল থেকেই, ভারতের সঙ্গে চীনের বেশ কয়েকটি অংশের সীমান্ত সংযোগ নিয়ে সমস্যা চলছে।

ইটানগর থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত কিমিনে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েই এই বার্তা দেন তিনি । তিনি বলেন প্রধানমন্ত্রী সরকারের মূল লক্ষ্য ছিল আগামী দিনে ভারতের উত্তর-পূর্ব সীমান্তে রাজ্য গুলির সঙ্গে কেন্দ্রের গুরুত্বপূর্ণ যোগাযোগ রক্ষার বিষয়টিকে প্রাধান্য দেওয়া। এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন,”প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক এবং জাতিগত বৈচিত্র ছাড়াও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি অনন্য ভৌগলিক কারণে সীমানায় পাঁচটি দেশকে সংযুক্ত করার ক্ষেত্রে বিশেষ চ্যালেঞ্জ অনুভব করে। পাঁচটি দেশ হল বাংলাদেশ, ভুটান, মায়ানমার এবং নেপাল। ”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ব্যাডমিন্টন স্কুলে ছাত্রবৃত্তির ঘোষণা গোপিচাঁদের । এম ভারত নিউজ

স্বপ্ন প্রকৃত ব্যাডমিন্টন খেলোয়াড় হয়ে ওঠার ,আর সেই স্বপ্নকে সত্যি করতে এবার এগিয়ে এলেন ভারতীয় প্রধান কোচ পুলেলা গোপিচাঁদ। স্পোর্টস স্কুল ব্যাডমিন্টন আ্যাকাডেমী ও তার প্রযুক্তিগত অংশীদার ব্যাডমিন্টন গুরুকুল একত্রে ব্যাডমিন্টন খেলায় ছাত্র ছাত্রীদের উৎসাহিত করতে জাতীয় বৃত্তি কর্মসূচির ঘোষণা করলেন আজ। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে , এই […]

Subscribe US Now

error: Content Protected