ঘন ঘন দিদির ফোন, তারপর হঠাৎই খোদ তৃনমূলের পেশাদার ভোট কৌশলী প্রশান্ত কিশোরের আগমন ! পরিবহন মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা । ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর চাপান-উতোর প্রকাশ্যে আসছে বারবার। অন্যদিকে নন্দিগ্রাম আন্দোলনকে ঘিরেও চলছে নানা মন্তব্য । কেউ এটাও বলছে যে তিনি নাকি দল ছাড়ছেন যদিও সেকথা কতটা সঠিক তা জানা যায়নি । সামনে নির্বাচন আর তাঁর জন্যেই নানা বৈঠক এবং সভা করছেন শুভেন্দু । কিন্তু সেই সভায় তাঁর বক্তব্যকে ঘিরেই উঠেছে নানান প্রশ্ন ।

এরই মাঝে বৃহস্পতিবার রাত্রে শুভেন্দু অধিকারীর বাড়িতে হঠাত হাজির খোদ তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের টিম । যদিও সেই সময় রাজ্যের পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দুবাবু বাড়িতে ছিলেননা । এদিন তিনি ঘাটালে গিয়েছিলেন এক অনুষ্ঠানে । ছিলেন না সাংসদ দিব্যেন্দু অধিকারিও। তবে বেশ কয়েক ঘণ্টা সেখানেই কাটিয়েছেন পিকে টিম। সাংসদ শিশির অধিকারীর সঙ্গে কথা হয় তাঁদের । সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনেই কথা বলে নেন প্রশান্তবাবুরা ।