ধীরে ধীরে সুস্থ হচ্ছেন আশিকী
খ্যাত বলি অভিনেতা রাহুল রায়। দিন কয়েক আগেই মস্তিকে রক্তক্ষরণের জন্য হাসপাতালে ভরতি হয়েছিলেন অভিনেতা। ‘এলএসি: লিভ দ্য ব্যাটেল ইন কার্গিল’ ছবির শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর থাকায় ভেন্টিলেশনেও রাখা হয় তাঁকে। তবে বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। নিজের সুস্থতার খবর দিলেন অনুরাগীদের। বললেন, সেরে উঠছেন তিনি। খুব শিগগিরিই ফিরে আসবেন।

নানাবতী হাসপাতাল থেকেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। ভিডিওতে দেখা যায় বোনের সঙ্গে হাসিমুখে কথা বলছেন। ১৯৯০ সালে ‘আশিকি’ ছবি দিয়েই বলিউডে পা রেখেছিলেন রাহুল রায়। আর শুরুতেই সকলের মন জয় করেছিলেন। এরপর ‘গেম’, ‘নসিব’, ‘ফির কভি’র মতো বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে গালওয়ান ঘাঁটির সত্য ঘটনা অবলম্বনে তৈরি হওয়া ‘এলএসি: লিভ দ্য ব্যাটল’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। সেখানেই ঘটে এই বিপত্তি। তবে এখন ভাল রয়েছেন অভিনেতা। এদিকে, তাঁর অসুস্থতার খবরে ভেঙে পড়েছিলেন অনুরাগীরা। সোশাল মিডিয়ায় তাঁর জন্য প্রার্থনা করতে দেখা যায়। অবশেষে সেই প্রার্থনা যে কাজে এসেছে তা বলাই বাহুল্য।