নিজের জন্মদিনে নিজেকে শুভেচ্ছা জানাতে নগ্ন হয়ে গোয়ার বিচে ছুটলেন বলিউডের অভিনেতা তথা সুপার মডেল মিলিন্দ সোমন। আর তাতেই যত গেরো। সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌড়ানো ও সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার দায়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল গোয়া পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুারে ২৯৪ ধারা ও ৬৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, গোয়ার সৈকতে মগ্ন হয়ে দৌড়ানোর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় মিলিন্দের বিরুদ্ধে সরব হন নেটিজেনরা।
প্রসঙ্গত, গোয়ার বিচে পর্ন ভিডিয়ো শ্যুট করার অভিযোগে বলিউড অভিনেতা ও মডেল পুনম পাণ্ডের বিরুদ্ধে এফআইআর করে কানাকোনা থানার পুলিশ। পাশাপাশি একই ইস্যুতে গোয়া ফরওয়ার্ড পার্টির মহিলা শাখার তরফে এফআইআর দায়ের করা হয়েছে। নেটিজেনদের কথায়, পুনম পাণ্ডে একজন মেয়ে বলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। তাহলে মিলিন্দ নয় কেন। প্রসঙ্গত গোয়ার বিচে নগ্ন হয়ে দৌড়নোর ছবিটি পোস্ট করে ক্যাপশনে মিলিন্দ লিখেছেন, ‘নিজেকে জানাই শুভ জন্মদিন। ৫৫ আর দৌড়ে যাচ্ছি।’