তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীর পর এবার মাদকচক্রে নাম জড়ালো কমেডি-ক্যুইন ভারতী সিং-এর । ভারতী এবং তাঁর স্বামী হর্ষের মুম্বাই-এর বাড়িতে হানা দেয় এনসিবি । বর্তমানে ‘দ্য কপিল শর্মা শো’-তে কাজ করছেন এই কমেডিয়ান । পাশাপাশি একটি নাচের রিয়ালিটি শোতেও সঞ্চালনায় রয়েছেন কমেডি ক্যুইন ভারতী ও তাঁর স্বামী হর্ষ। এছাড়াও আরও বহু রিয়ালিটি শো, কমেডি শো-তেও কাজ করতে দেখা গেছে ভারতীকে ।

এর আগে বলিউড অভিনেতা অর্জুন রামপালের নাম জড়িয়েছিল মাদক কান্ডে । অন্যদিকে চিত্রনির্মাতা ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী ও চারজন মাদক পাচারকারীকে গ্রেফতার করে মেডিক্যাল টেস্টের জন্যে পাঠিয়েছে এনসিবি । সমন পাঠানো হয়েছে ফিরোজ নাদিয়াদওয়ালাকেও । বলিউডের তাবড় তাবড় অবিনেতা-অভিনেত্রীর নাম এর আগে বার বার উঠে এসেছে এ মাদকচক্রে । সুশান্তি সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে গিয়ে উঠে আসে মাদকচক্রের নানান রহস্যময় তথ্য । একে একে অনেকেই আউট হন । নাম জড়ায় দীপিকা, রকুলপ্রিত, শ্রদ্ধা কাপুর, দিয়া মির্জা প্রমুখ আরও অনেকেরই ।