চাপে পড়ে ক্ষমা চাইলেন সইফ আলি খান, কিন্তু কেন ? । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 41 Second

সম্প্রতি, ‘আদিপুরুষ’ ছবি নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন সইফ আলি খান। তাঁর মন্তব্যের নিন্দা করেছেন নেটিজেনদের একাংশ। ছোটে নবাব বলেছিলেন, তাঁর ছবিতে রাবণের সীতহরণের দিকটি ন্যায়ের দৃষ্টিতে দেখানো হবে। আর এরপরেই বিতর্ক শুরু হয়ে যায়। ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা রাম কদম। তিনি লেখেন, সইফ আলী খানের বক্তব্য আমায় অবাক করে দিয়েছে। পাশাপাশি টুইটে আদি পুরুষের পরিচালক ওম রাউতের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সাফ জানিয়েছেন এধরনের বিষয় বরদাস্ত করা হবে না।

এসবের পরেই ক্ষমা চেয়ে নিলেন সইফ। একটি বিবৃতিতে সাইফ লেখেন, শুনলাম, সাক্ষাৎকারে আমার একটা মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আমার কথা মানুষের ভাবাবেগেও আঘাত করেছে। আমি কখনওই এমনটা করতে চাইনি। এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি এবং নিজের মন্তব্য ফিরিয়ে নিচ্ছি।

প্রসঙ্গত ‘আদিপুরুষ’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন প্রভাস। সীতার ভূমিকায় দেখা যাবে কৃতী স্যাননকে আর রাবণ অর্থাৎ লঙ্কেশ্বরের চরিত্রে দেখা যাবে পতৌদি পরিবারের ছোট নবাব সইফকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দ্রুত করাতে হবে পুরভোট, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের । এম ভারত নিউজ

করোনার কারণে স্থগিত হয়ে যায় কলকাতা পুরসভার পুরভোট। বদলে প্রশাসক বসায় রাজ্য সরকার। তবে একটি মামলার পরিপ্রেক্ষিতে সোমবার রায় দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, কবে ভোট করতে পারবে রাজ্য তা জানাতে হবে 17 ডিসেম্বরের মধ্যে। আর রাজ্য যদি ভোট করাতে না পারে সেক্ষেত্রে স্বাধীন প্রশাসক বসাবে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য মে […]

You May Like

Subscribe US Now

error: Content Protected