সম্প্রতি, ‘আদিপুরুষ’ ছবি নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন সইফ আলি খান। তাঁর মন্তব্যের নিন্দা করেছেন নেটিজেনদের একাংশ। ছোটে নবাব বলেছিলেন, তাঁর ছবিতে রাবণের সীতহরণের দিকটি ন্যায়ের দৃষ্টিতে দেখানো হবে। আর এরপরেই বিতর্ক শুরু হয়ে যায়। ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা রাম কদম। তিনি লেখেন, সইফ আলী খানের বক্তব্য আমায় অবাক করে দিয়েছে। পাশাপাশি টুইটে আদি পুরুষের পরিচালক ওম রাউতের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সাফ জানিয়েছেন এধরনের বিষয় বরদাস্ত করা হবে না।
এসবের পরেই ক্ষমা চেয়ে নিলেন সইফ। একটি বিবৃতিতে সাইফ লেখেন, শুনলাম, সাক্ষাৎকারে আমার একটা মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আমার কথা মানুষের ভাবাবেগেও আঘাত করেছে। আমি কখনওই এমনটা করতে চাইনি। এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি এবং নিজের মন্তব্য ফিরিয়ে নিচ্ছি।
প্রসঙ্গত ‘আদিপুরুষ’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন প্রভাস। সীতার ভূমিকায় দেখা যাবে কৃতী স্যাননকে আর রাবণ অর্থাৎ লঙ্কেশ্বরের চরিত্রে দেখা যাবে পতৌদি পরিবারের ছোট নবাব সইফকে।