ফোন নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপের দৌলতে যে কোন ব্যক্তিকে মেসেজ পাঠাতে সম্ভব,এই তথ্যটা কি আপনি আগে জানতেন? জানার কথাও নয়। কারণ খুব সম্প্রতি এই ফিচারটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এত দিন পর্যন্ত অজানা কোনও ইউজারকে বা নম্বর সেভ করা নেই এমন কাউকে মেসেজ পাঠাতে হলে আগে সেভ করতেই হত তার কনট্যাক্ট ডিটেলস। কিন্তু এবার থেকে সেটার আর দরকার পড়বে না।
হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবেন কী ভাবে ফোন নম্বর সেভ না করেই ?
১) তার জন্য প্রথমেই আপনাকে ক্লিক করতে হবে https://wa.me/ লিঙ্কে । এই লিঙ্ক ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা টেক্সট পাঠাতে পারবেন যে কোনও নম্বর সেভ না করেই ।
২) ইউজারকে প্রথমেই লিঙ্কটি টাইপ করতে হবে ওয়েব ব্রাউজারে । তার পরে লিঙ্কের এক্কেবারে শেষে যোগ করতে হবে ফোন নম্বরটি ।
৩) এবার খুলে যাবে একটি হোয়াটসঅ্যাপ ওয়েবপেজ । যে মেসেজটি পাঠানো হচ্ছে, তা পাঠানোর জন্য এই পেজ ইউজারের অনুমতি চাইবে।
৪) মেসেজে ক্লিক করলেই ইউজারদের রিডাইরেক্ট করা হবে আর একটি হোয়াটসঅ্যাপ পেজে । আর এই পেজেই ইউজাররা ফোন নম্বর সেভ না করেই চ্যাট করতে পারবেন অপর প্রান্তের আর এক ইউজারের সঙ্গে ।