সাত হাজার ছবি, ৫০০ ভিডিয়ো ফোন থেকে গায়েব। মাসের পর মাস ধরে জমানো বিভিন্ন অমূল্য, স্মৃতিগুলি হারিয়ে সমস্তরকম চেষ্টা চালিয়েছেন সেগুলি পুনরুদ্ধারের। তাতেও কোনো সমাধান না মেলায় এবার বাধ্য হয়েই টুইটারে সেই ফোন প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানালেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। এদিন টুইট করে মিমি লেখেন, ‘সাত হাজার ছবি, ৫০০ ভিডিয়ো মুছে গিয়েছে! সব হারিয়ে গেল। আমি কী করব বুঝতে পারছি না! কাঁদব চিৎকার করে? পুনরুদ্ধারের সমস্ত রকম চেষ্টা করে দেখেছি। কোনও সাহায্য পাইনি।’ তার পরে ফোন প্রস্তুতকারক ওই সংস্থার নাম উল্লেখ করে তিনি লিখেছেন, ‘জঘন্য ঘটনা এটা।’

এদিন মিমি জানান, এমন অনেকের ছবিই ওই ফোনে রাখা ছিল যাদের অনেকেই এখন আর পৃথিবীতে নেই। ওই ছবিগুলিই ছিল স্মৃতি হিসেবে। আর ছবিগুলির কোনো ব্যাকআপ না থাকায় অত্যন্ত মন খারাপ মিমির। প্রসঙ্গত উল্লেখ্য, মাস কয়েক আগেই দামী নতুন ফোন কেনার পরেই ইনস্টাগ্রামে সেই ফোনের ছবি দিয়েছিলেন মিমি। তারপর সেই ফোন থেকে একের পর এক ছবি তুলে গিয়েছেন অভিনেত্রী।