একইসঙ্গে জ্বলে উঠল ন’লক্ষ মাটির প্রদীপ। দীপাবলি উপলক্ষে, উত্তরপ্রদেশের সরযু নদীর তীরে গতকাল রাত্রে জ্বালানো হল ৯ লক্ষ ৪১ হাজার ৫৬১ টি মাটির প্রদীপ। আর এই অভিনব পদ্ধতিতে দীপাবলি উদযাপনের মাধ্যমে গিনেস রেকর্ড গঠন করল অযোধ্যা। ইতিমধ্যেই, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে অযোধ্যার। মূলত একত্রিতভাবে এত মাটির প্রদীপে এর আগে কোথাও জ্বালানো হয়নি। সেই কারণেই নয়া ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে ভারত। শুধু সরযু নদীর তীরে নয়, এছাড়াও অযোধ্যার বিভিন্ন জায়গায় মাটির প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করা হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফে। জানা গেছে, অতিরিক্ত মোট তিন লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছে গতকাল। সরযু নদীর তীরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মোট ১২ হাজার স্বেচ্ছাসেবকের সহায়তায় এই প্রদীপ জ্বালানোর কাজ সম্পন্ন হয়েছিল। শুধু তাই নয়, রামায়ণের বিভিন্ন দৃশ্য ফুটে উঠেছিল লেজার লাইটের বিভিন্ন শো-র মাধ্যমে, গতকাল এমনই শো দেখতে পাগিয়েছে উত্তর প্রদেশের রাম কি পেড়ি ঘাটে।
ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার এবং তথ্য সম্প্রচার দপ্তরের এই রেকর্ডের কথা জানানো হয়েছে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সংস্থার কর্তৃপক্ষের তরফে উত্তর প্রদেশ সরকারকে একটি সংসাপত্র প্রদান করা হয়েছে। ইতিমধ্যেই এই ছবি নিজের টুইটার হ্যান্ডেলের শেয়ার করেছেন যোগীরাজ্যের তথ্য এবং জনসংযোগ দফতরের আইএএস অফিসার।