রাম লালার প্রথম রাম নবমী: সূর্য তিলকের পিছনে রয়েছে কোন বিজ্ঞান? এম ভারত নিউজ

admin

আর এই রামনবমী আরও বিশেষ হয়ে উঠল রামলালার সূর্যাভিষেকের মাধ্যমে

0 0
Read Time:2 Minute, 56 Second

সারা বিশ্বে ভক্তরা আজ রাম নবমী উদযাপন করছেন। এদিকে ৫০০ বছর পরে অযোধ্যায় ঘরে ফিরেছেন রামলালা। অযোধ্যায় তৈরি হয়েছে রামমন্দির। সেখানে অধিষ্ঠিত হয়েছেন রামলালা। রামমন্দির প্রতিষ্ঠার পর এটিই প্রথম রামলালার রামনবমী। আর এই রামনবমী আরও বিশেষ হয়ে উঠল রামলালার সূর্যাভিষেকের মাধ্যমে। 

কিভাবে হল এই সূর্যাভিষেক ? আজ বুধবার দুপুরে, সূর্যের রশ্মি অযোধ্যায় রাম লালার কপালে পড়ে। আয়না এবং লেন্সের মাধ্যমে হয়েছে ‘সূর্য তিলক’। এদিন দুপুর ১২টা ১৬ মিনিটে  শ্রী রামের কপালে সূর্য তিলকের উপরে সূর্যের রশ্মি পড়ে আর এই ভাবেই সম্পন্ন হয় সূর্যাভিষেকের পর্ব। হিন্দু ধর্ম ও বৈদিক জ্যোতিষ শাস্ত্রে সূর্যের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বৈদিক কাল থেকেই সূর্যদেব দেবতা রূপে পূজিত হয়ে আসছেন। আর আজ এই সূর্যকে সাক্ষী রেখেই এক ইতিহাস তৈরী হল অযোধ্যার রাম মন্দিরে!

এই সূর্যাভিষেক কতখানি বিজ্ঞান সম্মত বা আদৌ বৈজ্ঞানিক দিক থেকে বিচার্য কিনা সেটাই প্রশ্ন! জানা গেছে সূর্য তিলক প্রক্রিয়াটি আইআইটি-রুরকির বিজ্ঞানীদের দ্বারা ডিজাইন করা হয়েছিল। যাঁরা একটি নির্দিষ্ট সময়ে রাম লালার কপালে সূর্যের রশ্মিকে সুনির্দিষ্টভাবে নির্দেশ করার জন্য উচ্চ-মানের আয়না এবং লেন্স ব্যবহার করেছেন। অতএব বলা বাহুল্য অবশ্যই এর পিছনে রয়েছে বিজ্ঞান।

মঙ্গলবার সাড়ে তিনটে নাগাদ ব্রাহ্মমুহূর্তে শুরু হয়েছে রামনবমী উদযাপনের প্রক্রিয়া। ভিড় নিয়ন্ত্রণে ১৯ এপ্রিল পর্যন্ত ভিআইপিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্পেশাল পাস দেওয়া। কোনওভাবেই যাতে ভিড় নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়, সেই দিকে খেয়াল রাখতে তৎপর রয়েছে প্রশাসন।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিজেপিকে ভোট দেওয়ার আর্জি রামদেবের ? এম ভারত নিউজ

এহেন পরিস্থিতিতে 'পতঞ্জলি'র মালিক রামদেব বুধবার হরিদ্বারে গিয়ে....

Subscribe US Now

error: Content Protected