করোনার কারণে স্থগিত হয়ে যায় কলকাতা পুরসভার পুরভোট। বদলে প্রশাসক বসায় রাজ্য সরকার। তবে একটি মামলার পরিপ্রেক্ষিতে সোমবার রায় দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, কবে ভোট করতে পারবে রাজ্য তা জানাতে হবে 17 ডিসেম্বরের মধ্যে। আর রাজ্য যদি ভোট করাতে না পারে সেক্ষেত্রে স্বাধীন প্রশাসক বসাবে সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য মে মাসে মেয়াদ শেষ হয়ে যায় কলকাতা পুরসভার। নির্দেশিকা জারি করে পুর প্রশাসক নিয়োগ করে নবান্ন। প্রশাসক হিসেবে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকেই নিয়োগ করা হয়। এরপর একে একে বিভিন্ন পুরসভায় নিয়োগ করা হয় প্রশাসক। অধিকাংশ জায়গাতেই বিদায়ী চেয়ারম্যানদেরই প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়। তবে সমস্যা হল অন্যান্য জায়গায় প্রশাসক বসানোর বিধি থাকলেও কলকাতা পুরসভায় তা নেই।
এদিকে, পুরভোট তৃণমূল ইচ্ছে করেই হতে দিচ্ছে না বলে অভিযোগ করে বিজেপি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকার এখন কী করে সেটাই দেখার।