২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে বসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার সেই পদ থেকেই সরতে চলেছেন তিনি। তাঁর জায়গায় বসতে চলেছেন ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর রজার বিনি। ১৯৮৩ সালের বিশ্বকাপে তিনিই ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ক্লাইভ লয়েডের উইকেটটি নিয়েছিলেন । বিশ্বকাপ জয়ের ৩৯ বছর পর আবার ভারতীয় ক্রিকেটে ফিরতে চলেছে রজার বিনির যুগ। ১৮ই অক্টোবর বিসিসিআইয়ের সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে আর ওই দিনই হবে এই পদের নির্বাচন। সূত্রের খবর, কর্ণাটক রাজ্যের ক্রিকেট বোর্ড তাদের প্রতিনিধি হিসেবে রজার বিনির নাম পাঠাতে চলেছে। অবশ্য এরপর প্রশ্ন উঠছে, তাহলে কি সৌরভ গঙ্গোপাধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে যাচ্ছেন? যদিও এই নিয়ে এখনই সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআই-এর পদ থেকে সরিয়ে দেওয়াকে রাজনৈতিক প্রতিহিংসা বলেও মনে করছেন অনেকে ।
ভারতীয় ক্রিকেট বোর্ডে থাকছেন না সৌরভ? । এম ভারত নিউজ
১৮ই অক্টোবর বিসিসিআইয়ের সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে আর ওই দিনই হবে এই পদের নির্বাচন।
২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে বসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার সেই পদ থেকেই সরতে চলেছেন তিনি। তাঁর জায়গায় বসতে চলেছেন ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর রজার বিনি। ১৯৮৩ সালের বিশ্বকাপে তিনিই ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ক্লাইভ লয়েডের উইকেটটি নিয়েছিলেন । বিশ্বকাপ জয়ের ৩৯ বছর পর আবার ভারতীয় ক্রিকেটে ফিরতে চলেছে রজার বিনির যুগ। ১৮ই অক্টোবর বিসিসিআইয়ের সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে আর ওই দিনই হবে এই পদের নির্বাচন। সূত্রের খবর, কর্ণাটক রাজ্যের ক্রিকেট বোর্ড তাদের প্রতিনিধি হিসেবে রজার বিনির নাম পাঠাতে চলেছে। অবশ্য এরপর প্রশ্ন উঠছে, তাহলে কি সৌরভ গঙ্গোপাধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে যাচ্ছেন? যদিও এই নিয়ে এখনই সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিসিসিআই-এর পদ থেকে সরিয়ে দেওয়াকে রাজনৈতিক প্রতিহিংসা বলেও মনে করছেন অনেকে ।