Read Time:1 Minute, 21 Second
নিলামে উঠল স্টিভ জোবসের চাকরির আবেদনপত্র । একবার নয় এই নিয়ে বহুবার নিলামে উঠছে এই আবেদনপত্র । অ্যাপেলের সহকারী প্রতিষ্ঠাতা মাত্র ১৮ বছর বয়সে চাকরির জন্য হাতে লিখে একটি আবেদন জানিয়েছিলেন, সেখানে উল্লেখ করেছিলেন নিজের ড্রাইভিং লাইসেন্সেরও । সেই চিঠিই নিলামে ওঠে, ভারতীয় মুদ্রায় যার দাম আড়াই কোটি টাকা। এর আগে নিউ ইয়র্কের বোনহামসে এই পত্র নিলামে ওঠে এমনকি চলতি বছরের মার্চেও একবার এই আবেদনপত্রটির নিলাম হয়েছিল ।

বার বার মালিকানা বদল হওয়ার পরে ফের এবারে নিলামে উঠল স্টিভের আবেদনপত্র । তবে এবারের নিলামের একটি বিশেষত্বও ছিল। এবার শুধু স্টিভ জোবসের আবেদনপত্রের আসল কপিটিইও নয়, Non-fungible token format-এও সেটি বিক্রি করা হয়েছে। অর্থাৎ একদিকে যখন মার্কিন ডলারে সেটি কেনাবেচা হচ্ছে, অন্যদিকে ইথেরিয়ামের মাধ্যমে অনলাইনেও সেটির নিলাম চলছিল।