ভয়াবহ আগুন দিল্লি এইমসে, পুড়ল বহু নমুনা সহ একাধিক নথি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 1 Second

ভয়াবহ আগুন।দিল্লির এইমসে। প্রাণঘাতী না ঘটলেও ভস্মীভূত হল একাধিক নমুনা সহ নথিপত্র। দমকলের ২৬ টি ইঞ্জিনের দু ঘন্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রনে আনা সম্ভব হয় আগুন।

বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ হঠাৎই আগুন লাগে দিল্লির এইমসের ৯তলায়। ওই তলায় কোনো রোগী না থাকলেও বেশ কয়েকজন ফ্যাকাল্টি থাকতেই ওই ফ্লোরেই। করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করেও রাখা হত ওই তলাতেই। আগুন লাগার খবর জানাজানি হতেই কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় দমকলে। যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২০ টি ইঞ্জিন। পরে আগুন আরও ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘটনাস্থলে আসে দমকলের আরও ৬টি ইঞ্জিন। ঘন্টা দুয়েক যুদ্ধের পর অবশেষে নিয়ন্ত্রনে আনা সম্ভব হয় আগুন।
দিল্লির ডেপুটি চিফ ফায়ার অফিসার সুনীল চৌধুরী জানিয়েছেন, “আমরা সাড়ে ১০টা নাগাদ দিল্লি এইমস থেকে একটি জরুরি ফোন পাই। জানানো হয় করোনার নমুনা সংগ্রহ করে রাখা বিল্ডিংয়ে আগুন লেগেছে। আগুন নেভাতে দমকলের ২৫-২৬টি ইঞ্জিন পাঠানো হয়। এখনও ঘটনার জেরে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাণহানি না হলেও ডায়াগনস্টিক বিভাগে আগুন লাগায় বেশ কিছু নমুনা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও ঠিক কী কারণে আগুন লেগেছে সেটা এখনও স্পষ্ট নয়।” সম্পুর্ন ঘটনাটির তদন্ত করছে পুলিশ। কীভাবে লাগল আগুন খতিয়ে দেখা হচ্ছে তা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দুই টিডিপি নেতার রহস্য মৃত্যু অন্ধ্রপ্রদেশে । এম ভারত নিউজ

বৃহস্পতিবার সকালে চাষের ক্ষেতে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই তেলেগু দেশম পার্টির নেতার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার পেসারাভাই গ্রামের গাদিভেমুলা অঞ্চলে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তেলেগু দেশম পার্টির মৃত ওই দুই নেতার নাম প্রতাপ রেড্ডি এবং নাগেশ্বর রেড্ডি। পুলিশ সুত্রে জানা যাচ্ছে যে, এদিন সকালে […]

You May Like

Subscribe US Now

error: Content Protected