গ্রামের মাঝে কোভিড হাসপাতাল তৈরি করা নিয়ে বিক্ষোভে সাধারণ মানুষ। এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 31 Second

নিজস্ব সংবাদদাতা ,পূর্ব মেদিনীপুর:- করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল বিশ্ব, এদিকে রাজ্যের পাশাপাশি সারা জেলা জুড়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এমতাবস্থায়, সংক্রমণকে প্রতিহত করতে ,কোভিড হাসপাতাল বাড়ানো হচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে, সেই মতন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল কোভিড হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হয়েছে । জেলা স্বাস্থ্য দপ্তর থেকে ইতিমধ্যেই এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ফলে এই খবর পাওয়া মাত্র, এলাকার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করে। বৃহস্পতিবার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগের কাছে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য পরিষেবা বন্ধ করে কোভিড পরিষেবা চালু করা যাবে না। তারা তাদের বক্তব্যের মধ্যে উল্লেখ করেন যে এই হাসপাতালে মূলত গর্ভবতী মায়েদের জন্য সেক্ষেত্রে মা এবং বাচ্চার উভয়েরই করোনা সংক্রমণের সম্ভাবনা থেকে যাচ্ছে। পাশাপাশি তাঁদের দাবী এই হাসপাতালটির জন বহুল এলাকার মধ্যে অবস্থান করছে যার ফলে এই ভাইরাসের সংক্রমণ আরও বৃদ্ধি হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয় তাঁদের তরফ থেকে দাবি জানানো হয় অন্যান্য যে সমস্ত বেসরকারি শিক্ষা কেন্দ্র গুলি শহর থেকে দূরে থাকা জায়গায় অবস্থান করছে সেগুলিকে কোভিড হাসপাতালে পরিবর্তিত করলে ভালো হয়। এই নিয়ে বিক্ষোভের কারণে সুপারের কাছে একটি স্মারক লিপি জমা দেওয়া হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভারতের অতিরিক্ত বিমান চলে চলে নিষেধাজ্ঞা জারি রলো ব্রিটেন। এম ভারত নিউজ

ভারতীয় অসামরিক বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করল ব্রিটেন সরকার। ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা বিশ্ব ।ওদিকে ব্রাজিলকে পেছনে ফেলে দ্বিতীয় সংক্রমিত দেশের স্থানে নিজের নাম লিখিয়েছে ভারত বর্ষ। এই পরিস্থিতিতে প্রায় দুবার ভারত সফর বাতিল করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্যারিস জনসন । ওদিকে গতকাল রাত্রে জাপানের প্রধানমন্ত্রী ওই একই সফর […]

Subscribe US Now

error: Content Protected