নিট পিজি হতে পারে জুলাই মাসে, প্রকাশিত বিজ্ঞপ্তি। এম ভারত নিউজ

admin

মেডিক্যাল এডুকেশন রেগুলেশনস ২০২৩’-তে জানানো হয়েছে, যতদিন না প্রস্তাবিত ‘ন্যাশনাল এক্সিট টেস্ট’ চালু হচ্ছে

0 0
Read Time:2 Minute, 32 Second

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল ‘ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সস। মার্চে পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেই পরীক্ষা এবার জুলাইয়ে হবে।

মঙ্গলবার ‘ন্যাশনাল বোর্ড এফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সস’-র (এনবিইএমএস)-এর তরফে জানানো হয়েছে, আগামী ৭ জুলাই সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা (নিট-পিজি-২০২৪) হতে চলেছে। আর কাট-অফ দিন ধার্য করা হয়েছে ১৫ ই আগস্ট।

মঙ্গলবার ‘ন্যাশনাল বোর্ড এফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সস’-র তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘গত ৯ নভেম্বর ন্যাশনাল বোর্ড এফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সসের তরফে যে নোটিশ জারি করা হয়েছিল, ৩ জানুয়ারি ন্যাশনাল মেডিক্যাল কমিশনের তরফে যে চিঠি মিলেছে, সেটার প্রেক্ষিতে যে নিট-পিজি পরীক্ষা-২০২৪, ৩ মার্চে হতে পারে বলে জানানো হয়েছিল, তবে সেটির নির্ধারিত সূচি পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ এবারও ‘ন্যাশনাল এক্সিট টেস্ট’ হচ্ছে না। কবে থেকে স্নাতকোত্তর ক্ষেত্রে ভর্তির জন্য সেই ‘ন্যাশনাল এক্সিট টেস্ট হবে, সেভাবে কিছু জানানো হয়নি।

তবে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ‘পোস্ট-গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন রেগুলেশনস ২০২৩’-তে জানানো হয়েছে, যতদিন না প্রস্তাবিত ‘ন্যাশনাল এক্সিট টেস্ট’ চালু হচ্ছে, ততদিন স্নাতকোত্তরে ভর্তির জন্য নিট পিজি নেওয়া হবে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

যুবকের মুখে প্রস্রাবের অভিযোগ! কাঠগড়ায় পুলিশ কনস্টেবল। এম ভারত নিউজ

অভিযোগ, সেই সময়ই তাঁকে ভয় দেখিয়ে পাঁচ কিলোমিটার দুরে কুপারগঞ্জে নিয়ে যাওয়া হয়

Subscribe US Now

error: Content Protected