সল্টলেক স্টেডিয়াম এখন কোভিড হাসপাতাল । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 52 Second

করোনা রুখতে এবার রাজ্য সরকারের নয়া পদক্ষেপ। করোনা মোকাবেলায় সল্টলেক স্টেডিয়ামকে রূপান্তরিত করা হল কোভিড হাসপাতালে। বর্তমানে গোটা রাজ্য জুড়ে বেড এবং অক্সিজেনের সংকটের জন্য প্রায় প্রতিনিয়তই প্রাণনাশ হচ্ছে বহু রোগীর। এমতাবস্থায় সল্টলেক স্টেডিয়াম ২৫০ বেডের কোভিড হাসপাতালে রূপান্তরিত করতে সহায়তা করল আমরি হাসপাতাল।

মূলত বর্তমানে করোনা মোকাবেলায় সমস্ত স্টেডিয়াম গুলি বন্ধ রাখা হয়েছে । সেক্ষেত্রে এত বড় কনস্ট্রাকশনকে ব্যবহার করে যদি ফিল্ড হাসপাতাল তৈরি করে মানুষের প্রাণ রক্ষা করা যায়,তাহলে কোভিড মোকাবিলা আরও সহজ হবে বলেই মনে করছে রাজ্য সরকার। তাই এই চিন্তা ভাবনা থেকেই আগামী দিনে নেতাজি ইন্ডোর এবং গীতাঞ্জলি স্টেডিয়ামকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য , এই সমস্ত ফিল্ড হাসপাতালগুলিতে চিকিৎসাসংক্রান্ত খরচ অন্যান্য বেসরকারি হাসপাতালগুলো থেকে তুলনামূলকভাবে অনেক কম । রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে ,প্রত্যেকটি ফিল্ড হাসপাতালে করোনা উপসর্গ আছে বা অ্যাসিম্পটমিক ব্যক্তিদের এই হাসপাতালগুলিতে চিকিৎসা সুবিধা দেওয়া হবে । পাশাপাশি প্রত্যেকটি বেডের সাথে মিনি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থাও করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য কলকাতায় এর আগেও ইডেন গার্ডেন্সকে পুলিশ কর্মীদের জন্য সেফ হাউস রূপে তৈরি করা হয়েছিল। তারপর কিশোর ভারতী স্টেডিয়ামকেও করোনা চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালকে। এভাবেই রাজ্যে করোনা সংক্রমণ রোধে বিভিন্ন স্টেডিয়াম গুলিকে করোনা হাসপাতালে রূপান্তরিত করা হতে চলেছে রাজ্য সরকারের তরফে। আগামী দিনে এভাবেই মহানগরীকে সুস্থ করে তুলতে সক্ষম হবে বলেই মনে করছে রাজ্য সরকার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

প্রাণবায়ু নিয়ে ভারতের বুকে উড়ে আসছে বিশ্বের সবথেকে বড় কার্গো বিমান । এম ভারত নিউজ

প্রাণবায়ু নিয়ে এবার ভারতের পাশে দাঁড়ালো যুক্তরাষ্ট্র । আজই অক্সিজেন নিয়ে উড়ে আসছে বিশ্বের সবথেকে বড় কার্গো বিমান। নদার্ন আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্ট থেকে রওনা দিল বিশ্বের বৃহত্তম কার্গো বিমান। সরকারি সূত্রের এখনও পর্যন্ত জানা গেছে গতকাল রাত্রে ১৮ টন অক্সিজেন জেনারেটার ও ১ হাজার ভেন্টিলেটর নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে […]

You May Like

Subscribe US Now

error: Content Protected