সিআইডি হাজিরা এড়িয়ে গেলেন শুভেন্দু । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 45 Second

শুভেন্দু অধিকারীর দেহরক্ষী মৃত্যু মামলায় সিআইডির হাজিরা এড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারী । জানা যাচ্ছে আজ দিনভর কর্মসূচি থাকায়, ভবনী ভবনে উপস্থিত হতে পারবেন না তিনি। প্রসঙ্গত উল্লেখ্য , শুভেন্দু অধিকারীর দেহরক্ষী মৃত্যু মামলায় জরুরী তলব করে ডেকে পাঠানো হয়েছিল শুভেন্দু অধিকারীকে । জানা যায় আজ সকাল ১১ টায় ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর । তবে দিনভর কর্মসূচি থাকার কারণে উপস্থিত হতে পারবেন না তিনি। ইমেইল মারফত এমনটাই জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই এই প্রসঙ্গে উচ্চতর আদালতে সওয়াল-জবাব শুরু করতে পারেন শুভেন্দু অধিকারীর পক্ষের আইনজীবীরা।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের শাসক দলের হয়ে মন্ত্রিত্ব করাকালীন মৃত্যু হয় শুভেন্দু অধিকারীর দেহরক্ষী। ২০১৮ সালের ১৩ ই অক্টোবর মাথায় গুলি লেগে যখম হয়েছিল সে। আর সেই সম্পর্কে প্রশ্ন করার জন্য আজ ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছিল শুভেন্দু অধিকারীকে। জানা যায় মোট ৪৪ পাতার একটি প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল তাঁর জন্য। তবে নিজের কর্মসূচির দোহাই দিয়ে আজ হাজিরা এড়িয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

যেকোনো তদন্তে সহযোগিতার আশ্বাস অভিষেকের । এম ভারত নিউজ

তদন্তকারী সংস্থা গুলিকে যেকোনো তদন্তের জন্য সব রকম সহযোগিতার আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে আজ সকাল ১১ টা নাগাদ জামনগর ইডির অফিসে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত , কয়লা কান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। প্রসঙ্গত উল্লেখ্য গত ২৮ শে আগস্ট সর্বপ্রথম […]

Subscribe US Now

error: Content Protected