
হাসি ফুটতে চলেছে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে। পেনশন সংক্রান্ত বিষয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের ৷ সরকারের নির্ধারিত এই যোগ্যতা যে সমস্ত কর্মীরা পূর্ণ করবেন তাঁরা বিশেষ সুবিধা পাবেন ৷ ইতিমধ্যেই খবর সামনে আসার পর থেকে হাসি ফুটতে শুরু করেছে কেন্দ্রীয় সরকারের সমস্ত পুরনো অবসরপ্রাপ্ত কর্মচারীদের মুখে ।পুরনো পেনশন স্কিমের উপর লাভ ২১ মে ২০২১পর্যন্ত উপভোগ করতে পারেন তাঁরা ৷ কেন্দ্র সরকারের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই যোজনায় সুবিধা নিতে গেলে ৫ মে, ২০২১-এর মধ্যে আবেদন করতে হবে ৷ পাশাপাশি বিজ্ঞপ্তিতে উল্লেখিত ছিল যে সমস্ত কর্মীরা ১ জানুয়ারি ২০০৪ থেকে ২৮ অক্টোবরের ২০০৯ চাকরি পেয়েছেন তাঁরা সিসিএস পেনশনের আওতাভুক্ত হবেন ৷ ২০২১ পর্যন্ত ন্যাশনাল পেনশন সিস্টেমে ৯৮ লক্ষ টাকার উল্লেখ পাওয়া গেছে। বর্তমানে ১৮ থেকে ৬০ বছর বয়সীরা বিনিয়োগ করতে পারেন এনপিএস স্কিমে। বিশেষত প্রথমেই তাদের ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে । সেখানে বেতনভোগী কর্মীরা বেতনের ১০ শতাংশ ও অবেতনভোগী মানুষেরা আয়ের ২০ শতাংশ জমা করে ছাড় পেতে পারেন। পাশাপাশি ১২.৫-১৭ শতাংশ রিটার্ন মিলবে তাঁদের ৷