মহারাষ্ট্রে বিজেপির সাথে জোট করে বিধানসভা নির্বাচনে ভোটে লড়ে শিবসেনা। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে বিরোধের ফলে বিজেপি জোট ছাড়ে শিবসেনা, এরপর উদ্ধব ঠাকরের নেতৃত্বে এনসিপি ও কংগ্রেসের সাথে জোট করে মহারাষ্ট্রে সরকার গড়ে শিবসেনা। তবে সরকার গড়তে না পারলেও হাল ছাড়েনি বিজেপি। সদ্য সমাপ্ত রাজ্যসভা ও বিধান পরিষদ নির্বাচনে ক্রস ভোটিং এর মাধ্যমে মোট আসনের অর্ধেক আসনে জিতে সকলকে চমকে দিয়েছিল বিজেপি। বিধান পরিষদ নির্বাচনে ফলাফল বেরোনোর পর থেকে শিবসেনা বিধায়ক রাজ্যের মন্ত্রী একনাথ শিণ্ডের নেতৃত্বে শিবসেনার প্রায় 30 জন বিধায়ক উধাও হয়ে যায়। পরবর্তীকালে জানা যায় তারা গুজরাটের সুরাটে একটি হোটেলে আছেন। এরপরই মহারাষ্ট্র জুড়ে মহা বিপাকে মহাজোট, মনে করা হচ্ছে সরকার ভেঙ্গে যেতে পারে, সরকার গড়তে পারে বিজেপি। বিজেপির তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানা না গেলেও সকাল থেকে বিজেপি দলের ভেতরে দেখা যায় তৎপরতা। মঙ্গলবার সকালে বৈঠকে বসেন অমিত শাহ, দেবেন্দ্র ফড়নবিশ, জেপি নাড্ডা। এই মুহূর্তে আরব সাগরের তীরে রাজনীতিতে শুরু হয়েছে জোর টালমাটাল।
বিপাকে শিবসেনা, মহারাষ্ট্রে সরকার গড়বে কে? । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 48 Second