সেনা প্রত্যাহারের পর প্রথম চার মার্কিনী উদ্ধার ! । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 8 Second

তালিবান করায়ত্ত আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথমবার উচ্ছেদ করা হল ৪ মার্কিনীকে। জানা যাচ্ছে, আজ তালিবান করায়ত্ত আফগানিস্তান থেকে সড়কপথে উদ্ধার করা হয়েছে এই চার মার্কিনীকে। মূলত প্রথমে তাদের আফগানিস্তান থেকে কাতারে নিয়ে যাওয়া হয় । পরবর্তীতে সেখান থেকেই তাঁদের দেশে ফেরানো হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই কাতারে পৌঁছেছেন মার্কিন বিদেশসচিব। জানা যাচ্ছে, কাতারের উচ্চপদস্থ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামী দিনে কিভাবে এই উদ্ধারকার্য চালানো হবে, পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পরিস্থিতি স্বাভাবিক করতে সাধারণ মানুষের পাশে কিভাবে থাকা যায়, তা নিয়ে আলোচনা হতে পারে আজকের বৈঠকে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩০ আগস্ট আফগানিস্তান ত্যাগ করেছে মার্কিন সেনারা। তবে এখনও পর্যন্ত সেদেশে আটকা পড়ে রয়েছে কয়েকশো মার্কিনী। পাশাপাশি আটকা পড়েছেন মার্কিন সংস্থায় কর্মরত বহু মার্কিনী। তবে তাদেরকে দেশে ফেরানোর বিষয়ে সরাসরি কোনভাবেই হস্তক্ষেপ করতে পারবে না মার্কিন প্রশাসন। সেক্ষেত্রে সম্পূর্ণভাবে তালিবান সরকারের ওপরই নির্ভর করতে হচ্ছে তাদের। আজ এই চার মার্কিনীকে দেশে ফেরানোর বিষয়ে আনন্দ প্রকাশ করেছেন জো বাইডেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি তালিবানের উচ্চপদস্থ নেতারা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

গ্রাম্য বিবাদের জেরে সংঘর্ষ , গুরুতর আহত ৬ । এম ভারত নিউজ

‘দুয়ারে সরকার’ প্রকল্প ঘিরে সংঘর্ষের খবর এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এবার ফের ‘দুয়ারে সরকার’ প্রকল্পের প্রকল্পের আবেদন ফর্ম দেওয়াকে কেন্দ্র করে গ্রাম্য বিবাদের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বীরভূম জেলার নানুর থানার পেঞা গ্রামে। এই ঘটনায় গুরুতর আহত ছয়জন গ্রামবাসী। আহতদের ভর্তি করা হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনার তদন্ত […]
News_1227

Subscribe US Now

error: Content Protected