অবশেষে ছাড়া পেলেন সায়নী । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:1 Minute, 59 Second

প্রায় চব্বিশ ঘন্টা কেটে যাওয়ার পর জামিন পেলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী সায়নী ঘোষ। সোমবার বিকেল পৌঁনে ৫টা নাগাদ আগরতলা আদালতে সায়নীকে পেশ করা হয় । পুলিশ সায়নীকে দু’দিনের জন্য হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করে। তবে শুনানির পর বিচারক তাঁকে জামিন দেন ।

সোমবার সন্ধ্যায় সায়নী আদালত চত্বর থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে বলেন,অভিযোগটা যে ভিত্তিহীন সেটা প্রমাণিত। এর পাশাপাশি, লড়াই চলবে এবং কোনভাবেই এ লড়াই দমানো যাবে না বলেও উল্লেখ করেন তিনি। সোমবার সায়নীর জামিনের পর টুইটারে কুণাল ঘোষের দাবি, “আদালতকে ধন্যবাদ।ভিত্তিহীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার আইনি জবাব।”

প্রসঙ্গত উল্লেখ্য, সায়নীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ছিল। রবিবার পুলিশের তরফে বলা হয়েছিল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভার পাশ দিয়ে সায়নী জোরে গাড়ি চালিয়ে যাওয়ার সময় এক পথচারীকে ধাক্কা দেয়। এ ছাড়াও পুলিশ সায়নীর বিরুদ্ধে বিপ্লব দেবকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগও এনেছিল । এর পর সায়নীকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় থানায়। এরপরে সায়নীর গ্রেফতারির পর থেকেই ক্রমশ ত্তপ্ত হতে থাকে ত্রিপুরার রাজনীতি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'পৌষমেলার অনুমতি চাই', হুঁশিয়ারি বোলপুর পৌরসভার । এম ভারত নিউজ

পৌষমেলা করতে চেয়ে বিশ্বভারতীর উপাচার্য ও শান্তিনিকেতন ট্রাস্টকে চিঠি দিল বোলপুর পৌরসভা। ঐতিহ্যবাহী পৌষমেলা যাতে বন্ধ না হয়, তারই আবেদনের পাশাপাশি পৌরসভার আবেদন, বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা না করলে মাঠটি পৌরসভাকে দেওয়া হোক পৌষমেলার আয়োজন করার জন্য৷ করোনা আবহের জন্য ২০২০ সালে বন্ধ ছিল ঐতিহ্যবাহী পৌষমেলা। এবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে৷ […]

Subscribe US Now

error: Content Protected