সূত্রের খবর অনুসারে জানতে পারে যাচ্ছে, আচমকাই ঝটিকা সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি জে পি নাড্ডা । যদিও তার এবারের সফরের প্রধান উদ্দেশ্যই উত্তরবঙ্গ ভ্রমণ ।
আর তাঁর সফরের আগে করেই তৃণমূল থেকে পদত্যাগ করলেন এক বলিষ্ঠ নেতা। হেমতাবাদের এক প্রভাবশালী তৃণমূল নেতার ব্লক সভাপতি পদ থেকে ইস্তফা ফের রাজনৈতিক মহলে একটি বহুচর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে । হেমতাবাদ ব্লক সভাপতি সুশোভন গুপ্ত পদত্যাগ করেছেন । যদিও বঙ্গ ভোটের আগে পদত্যাগ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে, তিনি বলেন দলে সমানভাবে গুরুত্ব পাচ্ছেন না তিনি, ওদিকে দলে তরফ থেকে জানানো হয় বিভিন্ন কর্মসূচিতে যোগদানের কথা বলা হলে তাঁর দিক থেকে কোন রেসপন্স কখনোই পাওয়া যায়নি।
লোকসভা ভোটের আগে ইংরেজবাজার, মালদহ দুটি এলাকা থেকেই ভালো রকমের ভোট অঙ্ক নিয়ে বিজেপি জমি পোক্ত করে। সেই জায়গা থেকে এই দুটি জায়গাতেই রয়েছে নাড্ডার সভা। বঙ্গ ভোটের আগে নাড্ডার এই ঝটিকা সফর খবরের শিরোনামে একটি উজ্জ্বল বিষয় হয়ে দাঁড়িয়েছে।