
করোনার দাপটে কাবু পশ্চিমবঙ্গ| ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জেরে একসঙ্গে হতে পারে রাজ্যের শেষ তিন দফার ভোট! নির্বাচন কমিশনের ডাকা সর্বদল বৈঠক ডেকেছেন| সূত্রের খবর, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও চাইছে শেষ তিন দফার ভোট একসঙ্গে মিটিয়ে ফেলতে। যে হারে রাজ্যে তথা গোটা দেশে করোনা সংক্রমণের হার বাড়ছে, তাতে আরও চার দফায় নির্বাচন হলে পরিস্থিতি আরও সংকটজনক হতে পারে, এমনটাই মনে করছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে, যাতে করোনা বিধি মেনে শেষ চার দফার নির্বাচন করানো যায় । ওই দিন দুপুর দুটোয় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ওই বৈঠক হবে। প্রতিটি রাজনৈতিক দলের এক জন করে প্রতিনিধিকে বৈঠকে উপস্থিত থাকতে বলেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। রাজনৈতিক দলগুলির পাশাপাশি ওই সর্বদল বৈঠকে উপস্থিত থাকবেন এডিজি আইনশৃঙ্খলা জগমোহন ও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমও। শোনা যাচ্ছে, ওই বৈঠকেই শেষ তিন দফা ভোট একসঙ্গে করানোর ব্যাপারে একটা আলোচনা হতে পারে। সূত্রের খবর, এই ধরনের কোনও প্রস্তাব যদি আসে তাহলে তাতে সম্মতি দেবে তৃণমূল কংগ্রেস। রাজ্যের করোনা পরিস্থিতির অবনতির পর তৃণমূলের শীর্ষ নেতারা মনে করছেন, যে ঝুঁকি নিয়ে আর আলাদা আলাদা করে চার দফা ভোট না করানোই মঙ্গল।