অনুব্রত মামলায় সিবিআই চার্জশিটে সাক্ষী শতাব্দী রায় । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 11 Second

গরু পাচার মামলায় নাম জড়িয়েছে বীরভূমের বেতাজ বাদশা তথা তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল আসানসোলের জেলে বন্দি। এই মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আদালতে চার্জশিটো জমা দিয়ে দিয়েছে সিবিআই। সূত্রের খবর, সিবিআইয়ের ওই চার্জশিটে সাক্ষী হিসাবে নাম রয়েছে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের । জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সিবিআই চার্জশিটে সাক্ষী হিসেবে নাম রয়েছে ৯৫ জনের। সেই তালিকায় ৪৬ নম্বরে রয়েছে শতাব্দীর নাম। এরপরই রাজ্য রাজনীতি জুড়ে জল্পনা তৈরি হয়েছে শতাব্দী রায় আদালতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি সাক্ষী দেবেন তাই নিয়ে।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ১৬১ ধারায় নোটিস পাঠিয়ে তৃণমূল সাংসদকে জিজ্ঞাসাবাদ করে বহু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে সিবিআই। এমনিতে বীরভূমে রাজনীতি নিয়ে যারা একটু খবর রাখেন তাঁরা সকলেই জানেন শতাব্দী রায়ের সাথে অনুব্রত মণ্ডলের সম্পর্ক খুব একটা ভালো নয় কিন্তু ভোটের সময় একবাক্যে তারা তৃণমূল। অবশ্য অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার পর সরব হতে দেখা গিয়েছিল শতাব্দী রায়কে। এখন দেখার সিবিআই শতাব্দী রায়ের যে বয়ান রেকর্ড করেছে সেখানে শতাব্দী রায় কি বলেছেন। শতাব্দী রায় কি আদৌ গরু পাচার মামলা নিয়ে কিছু জানেন, এখন তা নিয়েই রাজ্য রাজনীতিতে গুঞ্জন শুরু হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভারতীয় রাজনীতিতে নক্ষত্র পতন, প্রয়াত মুলায়ম সিং যাদব । এম ভারত নিউজ

দেশের রাজনীতিতে নক্ষত্রপতন, ৮২ বছর বয়সে প্রয়াত হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। সোমবার সকাল ৮টা ১৬ মিনিটে প্রায় ২০ দিনের লড়াই শেষ করলেন তিনি। গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মুলায়ম সিং যাদব। অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় মুুলায়ম সিং যাদব ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। শ্বাসকষ্ট নিয়ে ২২ […]

Subscribe US Now

error: Content Protected