অসুস্থতা, নাকি বাঁচার উপায় ? ফের হাসপাতালে অনুব্রত । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:3 Minute, 58 Second

সিবিআই-এর তলব এড়িয়ে ফের হাসপাতালে অনুব্রত । আজ সকালে গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠানো হয়েছিল । তবে তাঁর কনভয় নিজাম প্যালেসে না গিয়ে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা পৌঁছে যায় এসএসকেএম (SSKM) হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে । এই নিয়ে পঞ্চমবার তাঁকে তলব করে সিবিআই । এর আগে আরও চারবার তাঁকে ডাকা হলে একবারও তিনি হাজিরা দেননি । আর এই নিয়ে পঞ্চমবার সিবিআই-এর হাজিরা এড়িয়ে সোজা হাসপাতালে পৌঁছে গেলেন তিনি । তাঁর হাসপাতালে পৌছনোকে কেন্দ্র করে বিরোধী মহলের পক্ষ থেকে নানাবিধ মন্তব্যও করা হয়েছে । বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষের সুরে বলেছিলেন, ‘অনুব্রত মণ্ডলের গাড়ির অভিমুখ যেন হাসপাতালের দিকে না হয় ।’ এর আগে একদিন এসএসকেএম-এ এসে তিনি ঘন্টা খানেক থেকে রেগুলার চেকআপ করিয়ে বেরিয়ে যান । তবে এবারের বিষয়টা একটু আলাদা । ইসিজি, ইকোকার্ডিওগ্রাম সহ একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়৷ হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের নেতৃত্বে গঠিত হয় আট সদস্যের মেডিক্যাল বোর্ড৷ এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি ৷ গুরুতর হৃদরোগের সমস্যা রয়েছে অনুব্রত মণ্ডলের৷ তৃণমূল নেতাকে পরীক্ষা করার পর এমনই মনে করছেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা৷ ফলে আপাতত অনুব্রতকে যে হাসপাতালেই ভর্তি রাখা হবে, তা স্পষ্ট ৷ এ দিনই অনুব্রত মণ্ডলের দুই আইনজীবী নিজাম প্যালেসে গিয়ে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করে জানিয়েছেন, চাইলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এসএসকেএম হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারেন৷ তাঁর ‘মাইল্ড হার্ট অ্যাটাক’ হয়েছে বলে জানান এসএসকেএম হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল৷

উল্লেখ্য, বার বার রাজ্যের নানা জটিলতায় উঠে আসতে দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডলের নাম । এমনকি কয়েকদিন আগে ঘটে যাওয়া মর্মান্তিক রামপুরহাট মামলাতেও তাঁর নাম উঠে এসছে । যদিও এখনও সিবআই তদন্তে রয়েছে । অন্যদিকে বহু দিন ধরে চলতে থাকা গরু পাচার কাণ্ডেও তাঁর নাম জড়িয়েছে । জড়িয়েছে আরও বহু রাজনৈতিক ব্যক্তিত্বের নামও । তবে ক্রমাগতই সিবিআই-এর হাজিরা এড়িয়ে যাচ্ছেন অনুব্রত । আজকে তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় অনেকেই মনে করছেন, কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদ এড়াতেই হাসপাতালে গিয়েছেন অনুব্রত । অদ্ভুতভাবে রাজ্যের বড় মাপের রাজনৈতিক নেতাদের কোনও মামলায় তলব করা হলে কিংবা জেল হেফাজতের নির্দেশ দিলেই তাঁরা অসুস্থ হয়ে পড়েন । এই ঘটনা পশ্চিমবঙ্গ রাজ্যে আকচার ঘটছে । তবে কি আজকেরটাও তাই ? প্রশ্ন দানা বাঁধছে অনেকের মনে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

হাসপাতালে সিবিআই, কেমন আছেন অনুব্রত ? । এম ভারত নিউজ

অনুব্রত মণ্ডলের ফুসফুসের এক্স রে রিপোর্ট এসেছে। তাঁর ফুসফুসের প্লুরায় জল জমেছে। এরপর তাঁর ইউএসজি এবং চেস্ট সিটি স্ক্যান করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের বুকের ধড়পড়ানি, বুকে ব্যথাও আগের থেকে কম। তবে তৃণমূল নেতার শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের থেকে কম থাকায় অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। এখন অক্সিজেনের মাত্রা […]

Subscribe US Now

error: Content Protected