0
0
Read Time:1 Minute, 8 Second
করোনা আক্রান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় । কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । সংক্রমণের নানা উপসর্গ দেখা যাচ্ছিল তাঁর মধ্যে । শারীরিক অসুস্থতা বাড়ায় গতকাল সকালে তাঁর কোভিড টেস্ট করানো হয় । রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়লে গতকাল সন্ধ্যে সাড়ে ৭টা নাগাদ অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয় রুজিরাকে । ছেলে আয়াংশের বয়স এক বছরও হয়নি, ওদিকে মেয়ে আজানিয়াও ছোট হওয়ায় মায়ের থেকে সংক্রমিত হওয়ার আশংকা তৈরি হয়েছে ।
একই হাসপাতালে ভর্তি রয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়বাবু এবং বিধাননগরের মেয়র তাপসবাবু ।