হাসপাতালে সিবিআই, কেমন আছেন অনুব্রত ? । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 21 Second

অনুব্রত মণ্ডলের ফুসফুসের এক্স রে রিপোর্ট এসেছে। তাঁর ফুসফুসের প্লুরায় জল জমেছে। এরপর তাঁর ইউএসজি এবং চেস্ট সিটি স্ক্যান করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের বুকের ধড়পড়ানি, বুকে ব্যথাও আগের থেকে কম। তবে তৃণমূল নেতার শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের থেকে কম থাকায় অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে। এখন অক্সিজেনের মাত্রা রয়েছে ৯৮। সেইসঙ্গে নতুন করে হাঁটু এবং কোমরে যন্ত্রণা শুরু হয়েছে তাঁর। বুকে ব্যথা কিছুটা কমলেও ঘুম ভালো হয়নি তাঁর। আজ আবার মেডিকেল বোর্ড তাঁর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখবে । জানা গেছে, ডায়াবেটিস রয়েছে তৃণমূল নেতার । অন্যদিকে আজই এসএসকেএম হাসপাতালে অনুব্রতর খবর নিতে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা । অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা জানতে হাসপাতালের সুপারের সঙ্গে কথা বললেন তাঁরা । উল্লেখ্য গতকালই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই । কিন্তু সেই তলব এড়িয়ে সোজা হাসপাতালে পৌঁছে যান তিনি । আজ সকাল থেকেই কেন্দ্রীয় আধিকারিকদের হাসপাতালে যাওয়া নিয়ে একটা জল্পনা ছিলই । সেই জল্পনা সত্যিই করে এসএসকেএম-এ পৌঁছে যান তাঁরা । গিয়ে সমস্ত বিষয়ে খতিয়ে দেখেছেন আধিকারিকরা । এদিকে দিল্লিতে সিবিআই-এর সদর দফতরে পাঠানো হয়েছে অনুব্রত মণ্ডলের চিঠি। সেইসঙ্গে গতকাল দিনভর অনুব্রত মণ্ডলকে কেন্দ্র করে কী কী ঘটেছে, তার বিস্তারিত পাঠানো হয়েছে দিল্লিতে সিবিআই-এর সদর দফতরে। বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গেও কথাবার্তা বলছেন সিবিআই আধিকারিকরা ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভাদু শেখ খুনের তদন্তেও সিবিআই, নির্দেশ আদালতের । এম ভারত নিউজ

রামপুরহাট হত্যাকাণ্ডের মামলায় বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলাচ্ছে সিবিআই । যদিও ভাদু শেখ খুনের মামলার তদন্ত করছিল পুলিশই । তবে এবার কলকাতা হাই কোর্টের নির্দেশে রামপুরহাটের বগটুইতে ভাদু শেখের খুন হওয়ার মামলার তদন্তভারও এল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর । নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ৷ […]

Subscribe US Now

error: Content Protected