সুপ্রিম কোর্টের বিচার পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ প্রাক্তন বিচারপতিদের! এম ভারত নিউজ

admin

Letter to Chief Justice by 21 retired judges, but why

0 0
Read Time:2 Minute, 47 Second

সুপ্রিম কোর্টের বিচার পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন বিচারপতিরা। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ২১ জন অবসরপ্রাপ্ত বিচারপতিরা এবার চিঠি লিখলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে। সেখানে স্পষ্টভাবে বিচারপতিরা লিখেছেন, “চাপ প্রয়োগ,ভুল তথ্য, জন সমক্ষে অবজ্ঞার মাধ্যমে বিচার বিভাগকে দুর্বল করার চেষ্টা হচ্ছে।”

যদিও শীর্ষ আদালতের চারজন সহ অবসরপ্রাপ্ত বিচারপতিরা যে ঘটনাগুলিকে সিজেআইকে চিঠি লিখতে প্ররোচিত করেছে তা উল্লেখ করেন নি।
প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিচার বিভাগকে গণতন্ত্রের স্তম্ভ হিসেবে ধরে রাখতে হবে, রাজনৈতিক দলের স্বার্থের জন্য ব্যবহার করা যাবে না ।আইনি ব্যবস্থার পবিত্রতা ও স্বায়ত্তশাসনের বিষয়টিকে রক্ষা করতে হবে। এছাড়াও প্রাক্তন বিচারপতির আরও লিখেছেন, “আমাদের নজরে এসেছে যে রাজনৈতিক স্বার্থ এবং ব্যক্তিগত লাভের জন্য আমাদের বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট করার চেষ্টা হচ্ছে। আইনের অভিভাবক হিসেবে বিচারকরা যে শপথ নিয়েছেন তা তাদের পক্ষে পালন করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ।প্রধান বিচারপতিকে সব দিকে নজর রেখে সঠিকভাবে বিচার ব্যবস্থা পরিচালনা করতে হবে।”

উল্লেখ্য, ডিওয়াই চন্দ্রচূড়তে লেখা সেই চিঠিতে সই করেছেন বিচারপতি দীপক ভার্মা,বিচারপতি কৃষ্ণ মুরারি, বিচারপতির দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি এম আর শাহ।এই চিঠি নিয়ে এখন প্রধান বিচারপতির তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।অন্যদিকে বর্তমানে একাধিক দুর্নীতির মামলা হচ্ছে সুপ্রিম কোর্টে।এই আবহে প্রাক্তন বিচারপতিদের এই চিঠি বেশ প্রাসঙ্গিক বলে মনে করছে রাজনৈতিক দল।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নির্দেশ মেনেই হবে রামনবমীর শোভাযাত্রা: বিশ্ব হিন্দু পরিষদ। এম ভারত নিউজ

তবে, যদি ভক্তের সংখ্যা অনেক বেশি হয় তাহলে বাকি মানুষকে...

Subscribe US Now

error: Content Protected