
গতকাল, মঙ্গলবার, দুপুর একটা নাগাদ বাসন্তী হাইওয়ের ওপর চৌবাগার কাছে দেখা গেল রাস্তার ধারে শুয়ে অসহ্য গর্ভযন্ত্রণায় ছটফট করছেন এক মহিলা। কয়েক মিনিটের মধ্যে একটি পুত্রসন্তানও প্রসব করলেন তিনি। চোখের সামনে এমন ঘটনা দেখে সাহায্যে এগিয়ে গেলেন তিলজলা ট্র্যাফিক গার্ডের ডিউটিরত অ্যাডিশনাল ওসি সৌভিক চক্রবর্তী। গতকাল, নিয়মমাফিক রাউন্ডে বেরিয়েই বাসন্তী হাইওয়ের ওপর চৌবাগার কাছে হঠাৎ এই ঘটনা তাঁর নজরে আসে । সঙ্গে সঙ্গেই মা এবং সদ্যোজাতকে নিজের গাড়িতে তুলে নেন তিনি । গন্তব্য চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ । ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে তৈরি করেন ‘গ্রিন করিডর’, যাতে নষ্ট না হয় বাড়তি একটা মিনিটও । গাড়িতেই ফোনে যোগাযোগ করেন মহিলার পরিবারের সদস্যদের সঙ্গেও। হাসপাতালে নিয়ে গিয়ে শুধু ভর্তি করানোই নয় প্রয়োজনীয় ওষুধপত্রও কিনে দেন তিনি । এখন মা-ছেলে দু’জনেই সম্পূর্ণ সুস্থ। এমন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে মানবিকতার পরিচয় দিয়ে ওসি সৌভিক চক্রবর্তী একজন সত্যিকারের সুপার হিরোই বটে ।
