বাম কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলির ডাকা সাত দফা দাবিতে দেশজুড়ে চলছে বনধ। বনধের কমবেশি প্রভাব পড়েছে রাজ্যের জেলাগুলিতেও। এদিকে বনধ সমর্থন করতে সকাল থেকেই তত্পর বনধ সমর্থনকারীরা। রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক জায়গায় বিক্ষোভ দেখায় তারা।
এদিন সকালে বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলায় পিকেটিং করে বনধ সমর্থনকারীরা। পাশাপাশি বিভিন্ন জায়গায় মিছিল করে তারা। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে স্থানে জমায়েত করে কর্মী সমর্থকরা। বাঁকুড়ার পাশাপাশি বনধের সমর্থনে পূর্ব মেদিনীপুরেও বিক্ষোভ দেখায় তারা। সকালে কোলাঘাট ব্লকের দেউলিয়া বাজারে ৬ নম্বর জাতীয় সড়কে AIUTUC র পক্ষ থেকে জাতীয় সড়ক অবরোধ করা হয়। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে বনধ বিরোধিতায় সতর্ক ছিল পুলিশ প্রশাসনও। পাশাপাশি ৪১ নম্বর জাতীয় সড়কের নিমতৌড়িতে ধর্মঘটের সমর্থনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বামেরা। যার জেরে সার দিয়ে জাতীয় সড়কে দাঁড়িয়ে পড়ে কয়েকশো লরি।
প্রসঙ্গত কৃষি আইন বাতিল, বেকারদের কর্মসংস্থান সহ ৭ দফা দাবিতে সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বাম সংগঠনগুলি। বাম সংগঠন গুলির সাথে বনধ সমর্থনে জোট বেঁধেছে কংগ্রেসও। আর সেই বনধ সমর্থন করতে সকাল থেকেই মাঠে নেমে পড়েছে সমর্থনকারীরা। এদিকে বনধ বিরোধিতা করতে তত্পর রয়েছে পুলিশ প্রশাসনও।