ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে সাইবার অ্যাটাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ বেশ কিছু উচ্চ পদস্থ আধিকারিকের তথ্য চুরি করল হ্যাকাররা। জানা গিয়েছে এই ইনফরমেটিক্স সেন্টারের কিছু সরকারি দফতরের কম্পিউটারে অজানা মেল আইডি থেকে ই-মেল ঢোকে। এরপরই সিস্টেমে গোলযোগ দেখা যায়, তারপর একের পর এক তথ্য লোপাট হতে থাকে। দিল্লি পুলিশ ঘটনাটির তদন্ত নেমে জানতে পেরেছে, বেঙ্গালুরুর এক বেসরকারি দফতর থেকে এই ই-মেল পাঠানো হয়েছে। ঘটনায় এক আমেরিকান কোম্পানির নামও উঠে এসেছে। তবে অভিযোগের তীর যাচ্ছে চীনের দিকে।
ঘটনার কথা জানার পরেই এ বিষয়ে একটি মামলা দায়ের করেছে স্পেশাল সেল। স্পেশাল সেলের দাবি, এনআইসি কর্মীরা ওই বিশেষ ইমেল ক্লিক করার পরেই তাঁদের কম্পিউটারের সিস্টেমে গোলযোগ শুরু হয়েছিল। ঘটনার পিছনে চিনা হ্যাকারদের ভূমিকা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
